ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘রিপোর্ট টু র‌্যাব’

আপনার ছেলে নিখোঁজ? ঘরে বসেই র‌্যাবকে জানান

প্রকাশিত: ০৫:৪৪, ১২ জুলাই ২০১৬

আপনার ছেলে নিখোঁজ? ঘরে বসেই র‌্যাবকে জানান

স্টাফ রিপোর্টার ॥ আপনার যুবক ছেলেটা নিখোঁজ দীর্ঘদিন ধরে। কিন্তু মান সম্মানের ভয়ে তা থানা পুলিশকে জানাতে বিব্রতবোধ করছেন? ঠিক এমন সঙ্কটে থাকা অভিভাবকরা এবার ইচ্ছে করলে নাম পরিচয় গোপন রেখেও ঘরে বসেই র‌্যাবকে জানাতে পারেন প্রকৃত ঘটনা। পেতে পারেন প্রয়োজনীয় আইনী সহায়তা। জেনে নিতে পারেন অপরাধ জগতের সর্বশেষ তথ্যাদি। অপরাধের বিভিন্ন তথ্য ঘরে বসে র‌্যাবকে জানাতে ‘রিপোর্ট টু র‌্যাব’ নামে একটি মোবাইল এ্যাপ্লিকেশন চালু করা হয়েছে। সোমবার বিকেলে র‌্যাবের সদর দফতরে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এ এ্যাপসের উদ্বোধন করেন। এ সময় তিনি জানান, যে কোন এ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারী এই এ্যাপ্লিকেশনের মাধ্যমে জঙ্গী, সন্ত্রাসী, সোশাল মিডিয়া ওয়াচ, মিসিং পার্সন ইনফরমেশন, খুন, ডাকাতি, মাদক, অপহরণসহ অন্যান্য বিষয়ে ক্যাটাগরি অনুযায়ী তথ্য প্রদান করতে পারবেন। এ এ্যাপসটির মাধ্যমে ব্যবহারকারী তার নাম পরিচয় গোপন রেখে তথ্য প্রদান করতে পারবেন। তবে তথ্যদাতা চাইলে তার পরিচয় প্রকাশেরও সুযোগ রয়েছে। সংবাদ সম্মেলনে এ সম্পর্কিত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন র‌্যাব সদর দফতরের কমান্ডার (কমিউনিকেশন) ফরহাদ হোসেন। এ সময় তিনি জানান, এ এ্যাপসটি িি.িৎধন.মড়া.নফ বা মড়ড়মষব ঢ়ষধু ংঃড়ৎব পাওয়া যাবে। সেখান থেকে যে কোন এ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারী এ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। এ্যাপসের মাধ্যমে টেক ফটো অপশনে গিয়ে অপরাধের ছবি তুলেও র‌্যাবকে পাঠানো যাবে। র‌্যাব যে সুবিধা পাবে ॥ র‌্যাবের অপরাধ সংক্রান্ত তথ্য লাভ সহজ হবে। অপরাধীদের নিষ্ক্রিয় করার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে র‌্যাব। এছাড়া এ এ্যাপসের মাধ্যমে র‌্যাব বিভিন্ন ধরনের অপরাধ সহজে বিশ্লেষণ করে সে বিষয়ে করণীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবে। ব্যবহারকারীরা যে সুবিধা পাবেন ॥ খুব সহজে র‌্যাবকে তথ্য প্রদান করা যাবে। ব্যক্তিগতভাবে র‌্যাব ক্যাম্প বা অফিসে না গিয়েও যে কোন জায়গা থেকে র‌্যাবকে তথ্য দেয়া সম্ভব হবে। অনেকে বিড়ম্বনা হবে ভেবে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য প্রদানে নিরুৎসাহী হন। কিন্তু এ এ্যাপসের মাধ্যমে এ ধরনের মনোভাব জনগণের মধ্য থেকে দূর হবে। মহাপরিচালক বেনজীর আহমেদ জানান, এ এ্যাপসের মাধ্যমে ইচ্ছে করলে অভিভাবকরা ঘরে বসেও র‌্যাবের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কোন সন্তান যদি পরিবার থেকে রহস্যজনক উধাও বা নিখোঁজ হয়ে থাকেন সে তথ্য অভিভাবক বা যে কোন শুভাকাক্সক্ষী এ্যাপসের মাধ্যমে র‌্যাবকে অবহিত করতে পারেন। এরপর র‌্যাব আইনগত সহায়তা দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে। শুধু জঙ্গী বা সন্ত্রাস নয়-নাগরিকের জানমালের নিরাপত্তায় যে কোন সময় দিবারাত্রি এই এ্যাপসের মাধ্যমে সহযোগিতা ও সেবা মিলবে। শোলাকিয়ায় আটক জঙ্গী দিনাজপুরের মাদ্রাসা ছাত্র শফিউল ইসলাম ওরফে শরীফুল ইসলাম ওরফে সাইফুল ইসলাম ওরফে আবু মোকাদ্দেল ওরফে সোহান চারটি মামলার ফেরারী আসামি হওয়া সত্ত্বেও কেন তাকে গ্রেফতার করা হয়নি প্রশ্ন করা হলে বেনজীর আহমেদ বলেন, তাকে অনেক খোঁজা হয়েছে। কোথাও পাওয়া যায়নি বলেই তাকে আটক করা যায়নি। সে পলাতক ছিল বলেই তাকে র‌্যাব ধরতে পারেনি। তাকে আটকের জন্য র‌্যাব তৎপর ছিল। উল্লেখ্য, গত ৭ জুলাই ঈদের সকালে শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাতের আড়াইশ মিটারের মধ্যে এক পুলিশ চেকপোস্টে হামলার পরপর পুলিশের অভিযানে দিনাজপুরের মাদ্রাসা ছাত্র শফিউল গুলিবিদ্ধ অবস্থায় র‌্যাবের হাতে গ্রেফতার হন। তিনি র‌্যাব হেফাজতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গত ২১ ফেব্রুয়ারি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সন্তু গৌড়ীয় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে হত্যার ঘটনাতেও জড়িত ছিলেন এই শফিউল।
×