ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আদর্শহীনতা, দুর্নীতি ও রাজনৈতিক শিক্ষার অভাব দায়ী

প্রকাশিত: ০৫:৪০, ১২ জুলাই ২০১৬

আদর্শহীনতা, দুর্নীতি ও রাজনৈতিক শিক্ষার অভাব দায়ী

আরাফাত মুন্না ॥ শোলাকিয়ায় ঈদ জামাতের মাঠের কাছে গোলাগুলিতে নিহত সন্দেহভাজন হামলাকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবীর রহমান নিখোঁজ ছিল চার মাস ধরে। অথচ আবীরের সন্ধানে তার পরিবার থানায় জিডি করেছে ঈদের আগের দিন (গত ৬ জুলাই)। তাও গুলশানে রেস্তরাঁয় হামলাকারীদের অধিকাংশই দীর্ঘদিন নিখোঁজ ছিল- এমন খবর জানার পর। গুলশানের হলি আর্টিজান রেস্তরাঁয় হামলাকারীদের একজন নিবরাজ ইসলামও ঢাকার এ বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। নিবরাজও দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিল। গুলশান ও শোলাকিয়ায় হামলার ঘটনা বিশ্লেষণে দেখা যাচ্ছে, আবীর ও নিবরাজদের মতো উচ্চবিত্ত বা উচ্চ-মধ্যবিত্ত পরিবারের সন্তানরা জঙ্গী কর্মকা-ে জড়িয়েছে। এদের অধিকাংশের বয়স ১৮ থেকে ২৫ এর মধ্যে। প্রশ্ন উঠেছে কেন উচ্চবিত্ত বা উচ্চ-মধ্যবিত্ত পরিবারের সন্তানরা জঙ্গীবাদে জড়াচ্ছে? সমাজ বিশ্লেষকরা বলছেন, উচ্চবিত্ত বা উচ্চ-মধ্যবিত্ত পরিবারের অভিভাবকদের অধিকাংশই সন্তানদের সঠিকভাবে সময় ও শিক্ষা কোনটিই দিতে পারেন না। সন্তান কখন কোথায় থাকে তারও কোন খোঁজ থাকে না উচ্চবিত্ত পরিবারের অভিভাবকদের। সন্তান কোন অপরাধ করলেও প্রয়োজনীয় শাসন তারা করেন না। এর ফলে সন্তানরা একদিকে একাকীত্বের মধ্যে পড়ে যায়, অন্যদিকে এ একাকীত্বের সুযোগ নিয়ে জঙ্গী সংগঠনগুলো তাদের ‘ব্রেন ওয়াশ’ করছে। সমাজবিজ্ঞানীরা বলেন, এসব বয়সের তরুণ-তরুণীদের মধ্যে (১৮-২৫) বীরত্বের প্রতি একটা আকর্ষণ থাকে। ফলে সহজেই বিভ্রান্ত হচ্ছে তরুণরা। এছাড়া রয়েছে সমাজের বিভিন্ন স্তরে আদর্শহীনতা, দুর্নীতি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রয়েছে রাজনৈতিক শিক্ষার অভাব। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম বলেন, নিম্নবিত্ত পরিবারের ছেলে-মেয়েদের খুব তাড়াতাড়ি জঙ্গী বানানো যায়- এ তত্ত্ব ভুল প্রমাণিত হয়েছে। তরুণদের আকৃষ্ট করার জন্য তাদের বোঝানো হচ্ছে যেভাবে রাষ্ট্র চলছে এটা ঠিক নয়। এ রাষ্ট্রের মধ্যে অনেক দুর্নীতি। বিদেশীরা আমাদের সব নিয়ে যাচ্ছে। আমরা যদি নতুন রাষ্ট্র গঠন করি তাহলে সব ঠিকঠাক হয়ে যাবে। এ পরিস্থিতি সৃষ্টির পেছনে কারণ হিসেবে তিনি মনে করেন, স্বাধীনতার ৪৫ বছরেও আমরা একটি সুন্দর আদর্শ তৈরি করতে পারিনি। ’৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর এ আদর্শহীনতা বেশি হচ্ছে। যারা রাজনীতি করেন তারা আমাদের বেচে খান সারাদিন। তিনি বলেন, বর্তমানে যেসব স্কুল হচ্ছে, যেসব বেসরকারী বিশ্ববিদ্যালয় হচ্ছে সেগুলো থেকে ছেলে-মেয়েরা হতাশ হচ্ছে। এ প্রতিষ্ঠানগুলোতে কিছু শিক্ষক সাধারণ শান্ত বাচ্চাদের এ্যাডভেঞ্চারে উদ্বুদ্ধ করছেন। এই সমাজবিজ্ঞানী বলেন, সামগ্রিক দিক থেকে দেশের সর্বোপরি দুর্নীতি ও আদর্শহীনতার পাশাপাশি প্রগতিশীল রাজনীতি নেই। আমরা যখন বিদেশে পড়ালেখা করেছি, তখন সেখানে ছাত্রদের মাঝে আমরা নির্বাচনে অংশ নিয়েছি। আমাদের দেশে এখন রাজনৈতিক শিক্ষাও নেই। সমাজকল্যাণ ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ সামাদ বলেন, ধনী পরিবারের পিতা-মাতারা সন্তান-সন্ততিদের খোঁজখবর রাখার বিষয়ে কম সময় দিয়ে আর্থিক এবং সামাজিক প্রতিপত্তির পেছনে বেশি ছোটেন। এ বয়সে বীরত্বের প্রতি একটা আকর্ষণ থাকে। কারণ ধর্ম এদের কাছে বড় নয়। যারা এদের সংগ্রহ করে তারা বোঝায়- স্বর্গে যাওয়ার যে পথ সেটা তাদেরটা (উগ্র) সঠিক। ফলে ধর্মীয় শাস্ত্রে স্বর্গ পাওয়ার যে পথ বাতলানো আছে, তা এরা অনুভব করতে পারে না। তিনি বলেন, উগ্রবাদীরা মিথ্যা কথা দিয়ে এভাবে তরুণদের প্রভাবিত করে। পরিবার-পরিজন এ বয়সী তরুণদের সময় দেয় না, ধর্মীয় শিক্ষা দেয় না, সামাজিক শিক্ষা দেয় না। এরা মানুষ হয় গৃহস্থালির কাজের মানুষের কাছে; আর বড় হলে গাড়িচালকের সঙ্গে চলাফেরা করে। ফলে তারা খুব সহজেই যেকোন বিষয় বিশ্বাস করে ফেলে। সমাজকল্যাণের এই বিশ্লেষক বলেন, মানসিক বিকাশ এবং সামাজিকীকরণের প্রবণতা থেকে এরা (হামলাকারীরা) একা হয়ে পড়ে। এ একাকীত্ব থাকার ফলে ধর্মান্ধরা তাদের দ্রুত সন্ত্রাসী কর্মকা-ের জন্য মোটিভেট করতে পারে। সুতরাং উচ্চবিত্ত পরিবারের সন্তানদের বাবা-মা পরিবার ও সমাজের সঙ্গে সম্পৃক্ত করতে পারলে এ ধরনের প্রবণতা কমবে। উল্লেখ্য, গত ১ জুলাই শুক্রবার গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে একদল অস্ত্রধারী ঢুকে দেশী-বিদেশী অন্তত ৩৩ অতিথিকে জিম্মি করার পর ২০ জনকে হত্যা করে। এই হামলাকারীদের ছবি সাইট ইন্টেলিজেন্স প্রকাশ করার পর তাদের সঙ্গে মিল দেখে পরিচিতজনরা পুরনো ছবি পাশাপাশি রেখে শেয়ার করতে থাকেন। এর মধ্য দিয়ে পাঁচ হামলাকারীরই পরিচয় জানা সম্ভব হয়, যাদের মধ্যে স্কলাসটিকার সাবেক ছাত্র রোহান ইমতিয়াজ ও বর্তমান ছাত্র মীর সামেহ মুবাশ্বের এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নিবরাজ ইসলাম গত কয়েক মাস ধরে নিখোঁজ বলে পরিবারের ভাষ্য। তারা তিনজনই উচ্চবিত্ত পরিবারের সন্তান।
×