ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাত খুন মামলায় আরও সাত জনের সাক্ষ্য গ্রহণ

প্রকাশিত: ০৪:৩৩, ১২ জুলাই ২০১৬

সাত খুন মামলায় আরও সাত জনের সাক্ষ্য গ্রহণ

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১১ জুলাই ॥ আলোচিত সাত খুনের দু’টি মামলায় নতুন করে আরও সাতজনের সাক্ষ্য গ্রহণ ও জেরা করা হয়েছে। সাক্ষীদের মধ্যে তৎকালীন সময়ে বিভিন্ন মোবাইল সিম নেটওয়ার্ক অপারেটর কোম্পানিতে কর্মরত একাধিক কর্মকর্তাও রয়েছেন। সোমবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও জেরা করা হয়। আদালত আগামী ১৬ জুলাই পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করে। জানা গেছে, সোমবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা, লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, কমান্ডার এম এম রানা ও মেজর আরিফ হোসেনসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। পরে আসামিদের উপস্থিতিতেই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। বেলা সাড়ে এগারোটায় সাতজনের সাক্ষ্য গ্রহণ ও আসামিপক্ষের আইনজীবীদের জেরা শেষে আদালত আগামী ১৬ জুলাই পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। এর আগে এয়ারটেল কোম্পানির এন আই সি শাহরিয়ার আহমেদ, বাংলালিংকের রেগুলেটরি এ্যাফেয়ার হোসনে আরা হক, ডিবি পুলিশের কনস্টেবল সাইফুল ইসলাম, ডিবির ঝাড়ুদার মেহেদী হাসান মিন্টু, দুই পুলিশ কনস্টেবল হাওলাদার ওমর, রফিকুল ইসলাম ও তৎকালীন সময়ে র‌্যাব-১১তে কর্মরত হাবিলদার কামাল উদ্দিনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সোমবার সাক্ষ্য গ্রহণের জন্য মোট আটজনকে ডাকা হলেও গ্রামীণফোনের কর্মকর্তা ইশতিয়াক হোসেন অন্যত্র বদলি হওয়ায় তার পরিবর্তে মশিউর রহমান নামের ওই কোম্পানির এক কর্মকর্তাকে পাঠানো হয়। তবে আদালত তার সাক্ষ্য গ্রহণ করেনি। চট্টগ্রামে চলছে নিখোঁজদের তথ্য সংগ্রহের কাজ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ উচ্চপর্যায় থেকে জারিকৃত নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামেও শুরু হয়েছে নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহের কার্যক্রম। মহানগর ও জেলা পুলিশ থেকে বিভিন্ন থানার ওসিদের এ ব্যাপারে নির্দেশ প্রদান করা হয়েছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে লাপাত্তা রয়েছে তাদের ব্যাপারে বিস্তারিত অবহিত হতে সক্রিয় হয়েছে পুলিশ বিভাগ। ঢাকার গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে হামলার ঘটনার পর সারাদেশে নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নেয় সরকার। হত্যাকা-ে অংশগ্রহণকারীদের প্রায় সকলেই ছিলেন নিখোঁজ। কোন কোন পরিবার থেকে সংশ্লিষ্ট থানায় এ ব্যাপারে সাধারণ ডায়রিও করা হয়েছে। মাসের পর মাস নিখোঁজ এই ছেলেরাই পরিণত হয়েছে সশস্ত্র জঙ্গীতে। গুলশান হলি আর্টিজান বেকারিতে যে ৬ জঙ্গী নিহত হয়েছে তাদের মধ্যেও রয়েছে পরিবার থেকে বিচ্ছিন্ন কিংবা নিখোঁজ কয়েকজন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে নিখোঁজদের ব্যাপারে তথ্য সংগ্রহ ও তালিকা প্রস্তুতের উদ্যোগ নিয়েছে পুলিশ। মুক্ত মহল স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে ‘মুক্ত মহল’ নামে এক ব্যতিক্রম গোলঘর উদ্বোধন করা হয়েছে। নয়নাভিরাম এ গোলঘর উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল। এ সময় জেলার বিচার বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ জেলার সব অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের বাসভবনের বাগানে নির্মিত এ গোলঘরটি দেখতে ভিড় পড়ে যায়। নদী শাসনের দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জে দুধকুমার নদীর ভাঙ্গনরোধে নদী শাসন ও সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে ব্রিজ নির্মাণের দাবিতে মানবন্ধন করেছে স্থানীয়রা। সোমবার সকালে কালিগঞ্জ বাজারে দুধকুমার নদী শাসন ও ব্রিজ বাস্তবায়ন কমিটির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক রেজওয়ান আহমেদ জনি, সেলিমুর রহমান সেলিম, নুর আলম, মাইদুল ইসলাম প্রমুখ।
×