ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:৩২, ১২ জুলাই ২০১৬

সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে বিক্ষোভ

জনকণ্ঠ ডেস্ক ॥ সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে দেশব্যাপী ইসলামিক ফাউন্ডেশন এবং আলেম সমাজের উদ্যোগে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ হয় সোমবার। স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর : বরিশাল আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার সর্বস্তরের মুসল্লিরা সোমবার সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়। র‌্যালিতে প্রধান উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম আক্তরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রউফ, জেলা আনসার ও ভিডিপি কমান্ডেন্ট কামাল উদ্দিন প্রমুখ। সার্কিট হাউসে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মর্তুজা রেজা-ই হারুন। যশোর ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিল বের হয়। যশোর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মনিরুল ইসলামের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করেন চৌগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজাহান কবির, চৌগাছা থানার ওসি মশিউর রহমান প্রমুখ। মিছিল শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নার্গিস পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সোমবার দুপুর ১২টায় ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সৈয়দ আব্দুল মঈনের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধের আহ্বান জানানো হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইফার ফিল্ড অফিসার হাসানুজ্জামান, এনামুল হক, শামসুর রহমান, এএম আলাউদ্দিন, জিএম মনিরুজ্জামান, মাহবুর রহমান প্রমুখ। নীলফামারী সোমবার সকাল ১১টায় জলঢাকা উপজেলায় র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন নীলফামারী ৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। র‌্যালি শেষে উপজেলা হলরুমে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান হাবিব। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আলী। অনুষ্ঠানে ইমাম, শিক্ষক, গ্রাম্য পুলিশ, সর্বস্তরের জনগণসহ উপজেলায় কর্মরত সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করে। অপর দিকে একই দিন সকালে জেলা সদর উপজেলা পরিষদের হলরুমে অনুরূপ কর্মসূচীতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী। বরগুনা সোমবার বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. বশিরুল আলম, পুলিশ সুপার বিজয় বসাক, উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বরগুনার সর্বস্তরের মানুষ এ বিক্ষোভে অংশ নেয়। ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় সোমবার ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গণপূত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপাতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম এমপি। ঝালকাঠি সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ থেকে র‌্যালি বের হয় এবং র‌্যালিটি শহর ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। আলেম সমাজ এর আয়োজন করেছে। র‌্যালিতে মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহণ করেছে। রংপুর ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সকালে রংপুরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী ফাউন্ডেশন মিলনায়তনে সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় উপ-পরিচালক আবুল কালাম আজাদ। সমাবেশে বক্তব্য দেন রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম জাহিদুল ইসলাম জাহিদসহ ওলামা মাশায়েক ও বিভিন্ন মসজিদের ইমামগণ। গাইবান্ধা সোমবার ঈদ পুনর্মিলনী উপলক্ষে সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী বিশাল র‌্যালি ও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ সমাবেশ ও র‌্যালি হয়। জেলা শহরসহ পার্শ্ববর্তী এলাকার মসজিদের ইমাম ও মুসল্লিরাসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এ র‌্যালিতে অংশ নেয়। সদর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল মমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুস সামাদসহ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাজাহারউল মান্নান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার, সদর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান প্রমুখ। নওগাঁ সোমবার সকালে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে দৃঢ়প্রত্যয় জ্ঞাপন করা হয়। সদর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালির উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আব্দুল মালেক এমপি। সদর উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু, ইসলামিক ফাউন্ডেশানের উপ-পরিচালক সৈয়দ আমিন উদ্দীন মাহমুদ প্রমুখ। পিরোজপুর সোমবার সকালে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে ফিল্ড অফিসার আবদুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মঠবাড়িয়া থানা অফিসার্স ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান, মাওলানা রুহুল আমীন, সাবেক ওলামালীগ নেতা হারুন অর রশিদ প্রমুখ। মুন্সীগঞ্জ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপির বাসভবনের সামনে থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×