ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৩১, ১২ জুলাই ২০১৬

টুকরো খবর

মোরেলগঞ্জে ইয়াবাসহ যুবক আটক স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে কৃষক লীগের এক নেতাকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। রবিবার রাত ১১টায় বড়পরি গ্রামের ওবায়দুল মুন্সীর ছেলে আজিজুল মুন্সীকে (২৬) পুলিশ আটক করে। তার কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আজিজুল খাউলিয়া ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি। থানার ওসি মোঃ রাশেদুল আলম জানান, আজিজুল একজন পেশাদার মাদকসেবী ও ব্যবসায়ী। ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ১০, ভাংচুর স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর গ্রামে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় ৫-৬টি বাড়িঘর কুপিয়ে ভাংচুর করা হয়। স্থানীয়রা জানায়, পূর্ববিরোধের জের ধরে বিরামপুর গ্রামের খালপাড় হাটি ও নতুন বাজার এলাকার তাজউদ্দিন গোষ্ঠী ও খাঁ বাড়ি গোষ্ঠীর লোকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও সংঘর্ষ হয়। সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সংঘর্ষ স্থায়ী হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাবি খুলছে আজ রাবি সংবাদদাতা ॥ ঈদ-উল-ফিতরের ১৫ দিনের ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। খুলে দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। রাবির জনসংযোগ দফতরের প্রশাসক বলেন, ঈদের ছুটিতে ২৭ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। ৩০ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম ও হল বন্ধ থাকে। সোমবার সকাল ৯টায় হলগুলো খুলে দেয়া হয়েছে। মঙ্গলবার থেকে সব বিভাগ ও ইনস্টিটিউটে নিয়মিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাতক্ষীরায় মাদক বিক্রেতা গুলিবিদ্ধ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ শহরে পুলিশের সঙ্গে কথিত সংঘর্ষে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছে। রবিবার রাতে সাতক্ষীরা পৌরসভার রসুলপুর এলাকায় ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ মাদক বিক্রেতার নাম জাহাঙ্গীর আলম (২০)। তিনি শহরের রসুলপুর মধু মোল্লারডাঙ্গি গ্রামের মফিজুল ইসলাম সরদারের ছেলে। সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা এসআই কামাল হোসেন জানান, মাদক বেচা-কেনার খবরে রবিবার রাতে শহরের রসুলপুর হাজীরবেড় এলাকার গফুর সরদারের আমবাগানের মধ্যে অভিযান চালায় পুলিশ। অস্ত্রসহ শিবির ক্যাডার আটক নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১১ জুলাই ॥ কোটচাঁদপুরে আকরাম হোসেন নামে এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে কোটচাঁদপুর উপজেলার এড়ান্দা গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে। সেসময় তার কাছ থেকে ১টি সাটারগান, ১০ রাউন্ড গুলি, জিহাদী বই ও দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক শিবির কর্মী আকরাম হোসেন এড়ান্দা গ্রামের আলম হোসেনের ছেলে।
×