ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আসনের তুলনায় ট্রেনে ঘরে ফেরা যাত্রীর সংখ্যা সাত গুণ

প্রকাশিত: ০৪:৩০, ১২ জুলাই ২০১৬

আসনের তুলনায় ট্রেনে ঘরে ফেরা যাত্রীর সংখ্যা সাত গুণ

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ১১ জুলাই ॥ নয় দিনের ছুটি শেষে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। ট্রেনের ছাদে, দরজায় ঝুলে দুই কামরার মাঝখানে বসে কর্মস্থলে ফিরছে মানুষ। আসন সংখ্যার তুলনায় ৭ গুণ বেশি যাত্রী নিয়ে ৫টি আন্তঃনগর ট্রেনে হাজার হাজার মানুষ যাতায়াত করছে প্রতিদিন। গফরগাঁও রেলস্টেশন সূত্রে জানা যায়, আন্তঃনগর যমুনা, ব্রহ্মপুত্র, হাওড়, অগ্নিবীনা ও তিস্তা এক্সপ্রেসসহ পাঁচটি ট্রেনে আসন সংখ্যা ১৭০। এর বিপরীতে প্রতিদিন আসন ছাড়াই টিকিট নিয়ে যাতায়াত করছে ১২শ’ যাত্রী। এছাড়াও টিকিটবিহীন যাত্রীর সংখ্যার কোন হিসাব নেই স্টেশন কর্তৃপক্ষের কাছে। নান্দাইল উপজেলার হাটছিড়া গ্রামের সেলিম জানান, ৮০ টাকার টিকেট ২৬০ টাকা দিয়ে ক্রয় করে ভিড়ের চাপে ট্রেনে উঠতে পারিনি। স্ত্রী সন্তান নিয়ে কর্মস্থলে ফিরতে চেয়েছিলাম। আজকে অফিসে না যাওয়াতে হয়ত এক দিনের বেতন কর্তন হবে। সোমবার সকাল ৬টায় স্টেশনে এসেও দুপুর পর্যন্ত ঢাকার কর্মস্থলে ফিরতে পারিনি। ভোগান্তি যেন শেষ হচ্ছে না। গফরগাঁও রেলস্টেশন মাস্টার মোসলে উদ্দিন বলেন, আন্তঃনগর হাওড় এক্সপ্রেসে আনুমানিক সাতশ’ আসন রয়েছে, এর বিপরীতে যাত্রী কমপক্ষে সাড়ে চার থেকে পাঁচ হাজার হবে। তিনি আরও বলেন, গফরগাঁও হাওড় এক্সপ্রেসের মাত্র ২০টি আসন রয়েছে, এ আসনের বিপরীতে সোমবার ২৫০টি টিকিট বিক্রি হয়েছে। ব্রিজে ধাক্কা খেয়ে ট্রেন যাত্রীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১১ জুলাই ॥ নাটোরের মাধনগরে রেলের ওভারব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে জাহিদুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুর রহমান ঢাকার ধামরাইয়ের বন্যা গ্রামের আরিফুল ইসলামের ছেলে। মাধনগর স্টেশন মাস্টার মিজানুর রহমান ও সান্তাহার রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি সকালে নাটোরের মাধনগর রেলস্টেশন পৌঁছায়। পরে ট্রেনটি মাধনগর ওভারব্রিজ পার হওয়ার সময় ট্রেনের বগির গেটে দাঁড়িয়ে থাকা যুবক মাথা বের করে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখছিল।
×