ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকাগামী লঞ্চে যাত্রী ভোগান্তি চরমে

প্রকাশিত: ০৪:২৭, ১২ জুলাই ২০১৬

ঢাকাগামী লঞ্চে যাত্রী ভোগান্তি চরমে

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঈদ-উল-ফিতরের লম্বা ছুটি শেষে কর্মস্থলে ফিরতে দক্ষিণাঞ্চলের লঞ্চ ও বাসযাত্রীদের বরাবরের ন্যায় এবারও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। শুক্রবার থেকে আজ পর্যন্ত বরিশাল নৌ-টার্মিনাল থেকে লঞ্চগুলো ঈদ স্পেশাল সার্ভিস দিয়ে এলেও প্রতিদিনই যাত্রীদের ভিড় বেড়ে চলেছে। সোমবার বরিশাল আধুনিক নৌ-টার্মিনাল ও বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে যাত্রীদের উপচেপড়া ভিড়। যাত্রীর চাপ সামলাতে ১৪টি লঞ্চ, দুটি স্টিমার ও বাস স্পেশাল সার্ভিস অব্যাহত রেখেছে। একইভাবে আকাশপথে তিনটি বিমান সংস্থাও স্পেশাল সার্ভিস দিয়ে আসছে। নৌ-বন্দর টার্মিনালে গিয়ে দেখা গেছে, সকাল থেকেই প্রতিটি লঞ্চের ডেকের যায়গা দখল করে নিয়েছে যাত্রীরা। তবে অভিযোগ উঠেছে, যাত্রীরা ডেকের জায়গা দখলের আগেই লঞ্চ স্টাফরা চাদর বিছিয়ে রেখেছেন। পরে এক থেকে তিন শ’ টাকার বিনিময়ে সেই চাদরের জায়গা যাত্রীদের কাছে বিক্রি করা হয়। এছাড়া এসব লঞ্চের কেবিন ঈদের দুই সপ্তাহ আগেই বিক্রি করেছে লঞ্চ কোম্পানিগুলো। যাত্রী রাসেল হাওলাদার, শামীম মিয়াসহ অনেকেই জানান, অনেক চেষ্টা করেও তারা লঞ্চের কেবিন পাননি। পরে লঞ্চের স্টাফদের কাছ থেকে দুই শ’ টাকার বিনিময়ে চাদরের জায়গা কিনেছেন। গত কয়েক দিন থেকেই ঢাকাগামী লঞ্চের ধারণক্ষমতার তিনগুণ যাত্রী নিয়ে বরিশাল ঘাট ছাড়ছে লঞ্চগুলো। লঞ্চের ডেকে স্থানসঙ্কুলান না হওয়ায় অনেক যাত্রী ছাদে কিংবা লঞ্চের কার্নিশে বসে অথবা দাঁড়িয়ে রওনা হয়েছে গন্তব্যের উদ্দেশে। দুপুরের পর থেকেই নৌবন্দরে ঢাকাগামী যাত্রীদের ঢল নামে। হাজার হাজার যাত্রী সামাল দিতে র‌্যাব ও পুলিশকে হিমশিম খেতে হয়। ধারণক্ষমতার তিনগুণ যাত্রী নিয়ে লঞ্চগুলো নির্ধারিত সময়ের আগেই নৌবন্দর ত্যাগ করছে।
×