ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৪:২২, ১২ জুলাই ২০১৬

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ আতঙ্কের ছায়া থেকে বের হয়ে এসেছে দেশের পুুঁজিবাজার। গুলশানের রেস্তরাঁ ও শোলাকিয়ায় জঙ্গী হামলার পর সোমবার ঈদপরবর্তী দ্বিতীয় কার্যদিবসে মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে রবিবারে প্রথম আধা ঘণ্টায় বিনিয়োগকারীরা অনেকেই তাড়াহুড়ো করে শেয়ার বিক্রি করেন। কিন্তু রবিবারের শেষ বিকেল এবং সোমবার পুরো দিনই স্থিতিশীল আচরণ করেছে উভয় বাজারই। আগের দিনের ডিএসইতে মোট ৬৫ ভাগ কোম্পানির দর কমার পর সোমবার প্রায় ৫৮ ভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় সামান্য লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ২৭২ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে; যা রবিবার ছিল ২০৯ কোটি ৫৪ লাখ টাকা। এ হিসাবে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৩ কোটি ২০ লাখ টাকার বা ৩০ শতাংশ। সোমবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৭টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫০৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৫৬ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মা, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, লিন্ডে বিডি, সিটি ব্যাংক, একমি ল্যাবরেটরিজ, ইসলামী ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ওরিয়ন ইনফিউশন ও প্রিমিয়ার সিমেন্ট। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- পিএইচপি মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ১ম মিউচুয়াল ফান্ড, ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ড, এআইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, ইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, পিএফআই ১ম মিউচুয়াল ফান্ড, ১ম প্রাইম মিউচুয়াল ফান্ড ও জনতা ১ম মিউচুয়াল ফান্ড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- ঝিল বাংলা, আরডি ফুড, নিটল ইন্স্যুরেন্স, রিপাবলিক, বিকন ফার্মা, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, মেঘনা পেট্রোলিয়াম, সোনারগাঁও টেক্সটাইল, জুটস স্পিনার্স ও অগ্রণী ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮১৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।
×