ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র ভ্রমণে নাগরিকদের সতর্ক করল তিন দেশ

প্রকাশিত: ০৪:২১, ১২ জুলাই ২০১৬

যুক্তরাষ্ট্র ভ্রমণে নাগরিকদের সতর্ক করল তিন দেশ

পুলিশের গুলিতে কয়েকজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে সৃষ্ট বিক্ষোভ-সহিংসতার মধ্যে দেশটিতে ভ্রমণের বিষয়ে নিজ নাগরিকদের সতর্ক করেছে বাহরাইন, বাহামা ও সংযুক্ত আরব আমিরাত। খবর ইয়াহু নিউজের। সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে থাকা দেশগুলো ভ্রমণে নিজ নাগরিকদের সতর্ক করে নিয়মিত ভ্রমণ সতর্কতা জারি করে থাকে যুক্তরাষ্ট্র। এসব সতর্কতার মধ্যে ওই দেশগুলোতে ভ্রমণ এড়িয়ে যেতে অথবা ভ্রমণের সময় সতর্ক থাকতে নাগরিকদের পরামর্শ দেয় দেশটি। এবার যুক্তরাষ্ট্র নিজেই বিদেশী সরকারের ভ্রমণ সতর্কতা জারির কারণ হলো। দেশটির লুইজিয়ানা ও মিনেসোটা অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হওয়ার পর থেকে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ চলছে। এতে কোথাও কোথাও সহিংসতার ঘটনাও ঘটছে। টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে এ রকম এক প্রতিবাদ বিক্ষোভ চলার সময় বৃহস্পতিবার এক কৃষ্ণাঙ্গ বন্দুকধারীর গুলিতে পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত ও অপর সাতজন আহত হন। কাশ্মীরে সংঘর্ষে আরও পাঁচ বিক্ষোভকারী নিহত ভারতেয় কাশ্মীরে সরকারী বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে রবিবার রাতে এক কিশোরীসহ ৫ জন নিহত হয়েছে। একজন জনপ্রিয় বিদ্রোহী নেতাকে গুলি করে হত্যা করার প্রতিবাদে এই বিক্ষোভ হয়। এই নিয়ে চলমান এই বিক্ষোভে ২৩ জন প্রাণ হারালো। সোমবার পুলিশ একথা জানিয়েছে। খবর এএফপি’র। শনিবার এই বিক্ষোভ চলাকালে উভয়পক্ষের সংঘর্ষে আরও কয়েকশ’ লোক আহত হয়েছে। কাশ্মীর উপত্যকার অধিকাংশ স্থানে কারফিউ বলবৎ থাকার পরও বিক্ষোভকারীরা বিক্ষোভ করে। এ সময় সরকারী বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায়। ট্রেনের ভাড়ায় প্লেন যাত্রা এয়ার ইন্ডিয়ার অভ্যন্তরীণ নেটওয়ার্কের ট্রাঙ্ক রুটগুলোতে সব আসন পূর্ণ করতে শেষ মিনিট টিকেটের দাম রাজধানী এক্সপ্রেস ট্রেনের দ্বিস্তরবিশিষ্ট এসি কামরার ভাড়ার সমান করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই রুটগুলো হলো দিল্লী-মুম্বাই, দিল্লী-চেন্নাই, দিল্লী-কলকাতা ও দিল্লী-বেঙ্গালুরু। দিল্লী থেকে মুম্বাই যেতে রাজধানীর দ্বিস্তর এসি কামরার ভাড়া ২,৮৭০ রুপি, দিল্লী-চেন্নাই ৩,৯০৫ রুপি। -এনডিটিভি নতুন রোগ ‘সেলফি এলবো’ নতুন ট্রেন্ড ‘সেলফি’। কিন্তু চিকিৎসকরা বলছেন, সেলফিই জন্ম দিচ্ছে নতুন রোগের। মানুষের শারীরিক গঠনের সঙ্গে খাপ খায় না সেলফি। ফলে লিগামেন্টে চাপ পড়ে। সেলফি তোলার পুরো পদ্ধতিই বিপদ ডেকে আনছে। সাধারণত খেলোয়াড়দের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়, সেই ধরনের সমস্যা হচ্ছে সেলফি প্রেমীদের। কলকাতার ২৫ শতাংশ তরুণ-তরুণীই এই সেলফি এলবো সমস্যায় ভুগছেন। কারও কাঁধে ব্যথা, কারও কনুইতে। বেশিক্ষণ হাত উঁচু করে রাখার ফলে হাতের উপর চাপ পড়তে থাকে। -ওয়েবসাইট
×