ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেপালে প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কারকি

প্রকাশিত: ০৪:১৯, ১২ জুলাই ২০১৬

নেপালে প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কারকি

নেপালের সুপ্রীমকোর্টের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে সুশীলা কারকি নিয়োগ পেয়েছেন। দেশটির পার্লামেন্টের প্যানেল কমিটি রবিবার সর্বসম্মতভাবে তার নিয়োগ অনুমোদন করেছে। এর ফলে ‘হিমালয় কন্যা’ খ্যাত দেশটি নারী ক্ষমতায়নের পথে আরও একধাপ এগিয়ে গেল। খবর পিটিআই ও টাইমস অব ইন্ডিয়ার। প্রেসিডেন্ট ও পার্লামেন্টের স্পীকারের পর নেপালের সুপ্রীমকোর্টের প্রধানও একজন নারী হলেন। বিদ্যাদেবী ভা-ারি দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট ও ওনসারি ঘারতি মাগার পার্লামেন্টের প্রথম নারী স্পীকার হিসাবে দায়িত্ব পালন করছেন। এবার তাদের পাশাপাশি দেশের প্রথম নারী প্রধান বিচারপতি হলেন কারকি। ৬৪ বছর বয়সী কারকি কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন। দুর্নীতি দমনে কোন ছাড় না দেয়ার জন্য তিনি সুপরিচিত। চলতি বছরের ১০ এপ্রিল বিচারিক কাউন্সিলে প্রধান বিচারপতি হিসেবে কারকির নাম সুপারিশ করা হয়। তবে পার্লামেন্টারি হিয়ারিং স্পেশাল কমিটির (পিএইচএসসি) কৌশলগত জটিলতার কারণে নিয়োগ পেতে দেরি হয় কারকির। মাতৃসূত্রেও সন্তানদের নাগরিকত্ব পাওয়ার বিষয়টি সম্প্রতি তিনি অনুমোদন করেছেন। আগে দেশটিতে শুধু পিতার পরিচয়েই সন্তানরা নাগরিকত্ব পেত। চলতি বছরের ১৪ এপ্রিল দেশটির সুপ্রীমকোর্টের কল্যাণ শ্রেষ্ঠ অবসর নেয়ার পর থেকে কারকি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজতন্ত্র অবসানের পর রক্ষণশীলতার মোড়ক থেকে বেরিয়ে আসছে নেপাল। ২০০৬ সালে ১০ বছরব্যাপী গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকে নানামুখী পরিবর্তনের ধারাবাহিকতায় নারীর অন্তর্ভুক্তি বাড়ছে। ১৯৭৯ সালে আইন পেশায় প্রবেশ করেন কারকি। আগামী বছর ৬ জুন প্রধান বিচারপতি পদে তার মেয়াদ শেষ হবে।
×