ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোম্পানি পরিচালনায় শ্রমিক ও শেয়ারহোল্ডার প্রতিনিধিত্ব চাই

প্রকাশিত: ০৪:১৯, ১২ জুলাই ২০১৬

কোম্পানি পরিচালনায় শ্রমিক ও শেয়ারহোল্ডার প্রতিনিধিত্ব চাই

ঐক্য, সমতা ও ইইউ থেকে সম্মানজনকভাবে প্রস্থানের আহ্বান জানিয়েছেন টেরেসা মে। ব্রিটেনে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের উত্তরসূরি মনোনয়ন প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সংখ্যক এমপির সমর্থন নিয়ে এগিয়ে রয়েছেন টেরেসা। খবর গার্ডিয়ান অনলাইনের। কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রী হওয়ার টার্গেট সামনে রেখে সোমবার টেরেসা জাতীয় পর্যায়ে প্রচারাভিযান শুরু করেন। এ উপলক্ষে দেয়া নীতিনির্ধারণী ভাষণে টেরেসা কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদে শ্রমিক ও শেয়ারহোল্ডারদের অংশগ্রহণ বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা জানিয়েছেন। তার এই পরিকল্পনা লেবার পার্টির কর্পোরেট গবর্নেন্স ধারণার সঙ্গে অনেকটা সঙ্গতিপূর্ণ। নির্বাচনের আগে লেবার পার্টি একে তাদের প্রচারাভিযানের অন্যতম ইস্যু করেছিল। টেরেসা মনে করেন, বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদে সদস্য নিয়োগ দেয়ার যে নিয়ম চালু রয়েছে তাতে পরিবর্তন আনা প্রয়োজন। কারণ এতে জবাবদিহিতার যথেষ্ট অভাব রয়েছে। তিনি চান কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর ওপর অধিকতর নিয়ন্ত্রণ। বিভিন্ন ক্ষেত্রে বিরাজমান সামাজিক বৈষম্য বিলোপের ওপরও জোর দিয়েছেন টেরেসা। তার লক্ষ্য কনজারভেটিভ পার্টি শ্রমজীবী শ্রেণীর সহযোগিতায় আরও এগিয়ে আসুক। টেরেসার ঘনিষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, ইইউ গণভোটের ফল টেরেসাকে বর্তমান দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে উদ্বুদ্ধ করেছে। গত মাসের ২৩ তারিখে অনুষ্ঠিত গণভোটে ব্রেক্সিট বা ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে বেশিরভাগ মানুষ ভোট দিয়েছে। নিজেদের জীবনের ওপর নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা থেকে বেশিরভাগ ভোটার ইইউ ছাড়ার পক্ষে রায় দেয় বলে মনে করা হয়। গণভোটের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দায়িত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কনজারভেটিভ পার্টির এমপি ও দলের দেড় লাখ সদস্যের ভোটে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। প্রতিযোগিতা এখন টেরেসা এবং জ্বালানিমন্ত্রী এ্যান্ড্রিয়া লিডসমের মধ্যে সীমিত হয়ে পড়েছে। উভয়ের মধ্যে টেরেসা যথেষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন। ইইউ গণভোটে টেরেসা ক্যামেরনের মতো ইউনিয়নের সঙ্গে থাকার পক্ষে এবং এ্যান্ড্রিয়া ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পক্ষে ছিলেন।
×