ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইনের বৈষম্যমূলক প্রয়োগ ও বিভিন্ন জাতিগোষ্ঠীর অসন্তোষে বিভেদ বাড়ছে

‘বারুদের স্তূপে যুক্তরাষ্ট্র’

প্রকাশিত: ০৪:১৯, ১২ জুলাই ২০১৬

‘বারুদের স্তূপে যুক্তরাষ্ট্র’

যুক্তরাষ্ট্রের ডালাসে সম্প্রতি পাঁচ পুলিশ কর্মকর্তা হত্যাকা-ের ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থা ও রাজনৈতিক নেতৃবৃন্দের নিন্দার প্রেক্ষাপটে দেশটিতে জাতিগত বিভাজন তীব্র আকার ধারণ করেছে। আইনের বৈষম্যমূলক প্রয়োগ ও বিভিন্ন জাতিগোষ্ঠীর অসন্তোষের কারণে এ নিয়ে বিভেদ ক্রমেই বাড়ছে। পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দ রবিবার পাঁচ পুলিশ কর্মকর্তা হত্যার নিন্দা করেছে। ওই ঘটনার জন্য ব্ল্যাক লাইভস ম্যাটার নামে আফ্রিকান-আমেরিকানদের একটি সংগঠনকে ‘অপরাধী’ হিসেবে অভিহিত করার পর বর্ণবাদী উত্তেজনা নতুন করে চাঙ্গা হয়েছে। এদিকে ডালাসে গুলিবর্ষণকারীর আরও বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল বলে ডালাসের পুলিশ প্রধান জানিয়েছেন। ডালাসে শান্তিপূর্ণ সমাবেশে গুলি করে পাঁচ পুলিশ কর্মকর্তাকে হত্যা এবং লুইজিয়ানা ও মিনেসোটায় পুুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গের মৃত্যুর পর পরিস্থিতি এখন উত্তপ্ত। যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ব্ল্যাক লাইভস ম্যাটার নামে আফ্রিকান-আমেরিকানদের একটি সংগঠনের ব্যানারে এসব বিক্ষোভ হলেও নর্থ ক্যারোলাইনার কৃষ্ণাঙ্গ নেতৃবৃন্দ সবাইকে শান্ত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। কিন্তু তাদের সেই আহ্বানে কোন কাজ হয়নি। ওয়াশিংটন ডিসি ও ফিলাডেলফিয়ার সাবেক পুলিশ প্রধান চার্লস রামজে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এখন বারুদের স্তূপর ওপর রয়েছে।’ এনবিসি টেলিভিশনের মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, দেশ এখন ইতিহাসের এক ক্রান্তিকাল অতিক্রম করছে। মানুষ ডালাস ও অন্যান্য শহরে চার্চে যেতে শুরু করেছে, কিন্তু সার্বিকভাবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। শনিবার রাতে কয়েকটি শহরে বিক্ষোভ আবার দানা বেঁধে ওঠে। যেসব শহরে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত হয়েছে সেসব শহর (ডালাস, ব্যাটন রুজ ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া) তুলনামূলক শান্ত রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে যুক্তরাষ্ট্রে দুই প্রধান দলের প্রার্থী বাছাইয়ের কাজ আপাতত শেষ হয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার ডালাসে নিহত পুলিশ কর্মকর্তাদের স্মরণানুষ্ঠানে যোগ দেবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় ইউরোপ সফর সংক্ষিপ্ত করে ওবামার দেশে ফিরে আসার কথা রয়েছে। স্পেনে সংবাদ সম্মেলনে ওবামা বলেছেন, ‘ব্ল্যাক লাইভ ম্যাটার আন্দোলনের সঙ্গে প্রচুর লোক জড়িত আছে বলে আমি মনে করি। পুলিশ ও (কৃষ্ণাঙ্গ) কমিউনিটির মধ্যে সুসম্পর্ক স্থাপিত হোক এটিই তারা চান। কমিউনিটির মধ্যে যে হতাশা বিরাজ পুলিশ বিভাগ তাকে আমলে নেবে বলে আমি আশা করি।’ তবে দেশটির প্রথম নির্বাচিত আফ্রিকান-আমেরিকান প্রেসিডেন্ট কেন লুইজিয়ানা ও মিনেসোটা পরিদর্শনে যাবেন না তা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই দুই অঙ্গরাজ্যে গত সপ্তাহে পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গ নিহত হয়। এদিকে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রথমে জাতীয় ঐক্যের আহ্বান জানালেও পরে সেই অবস্থান থেকে সরে এসে ওবামা ও ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের সমালোচনা করেছেন এই বলে যে, তারা জাতিকে বিভক্ত করছেন। গত সপ্তাহে মিকা জেভিয়ার জনসন (২৫) নামে আফগান যুদ্ধ ফেরত এক মার্কিন সৈন্য গুলি চালিয়ে পাঁচ পুলিশকে হত্যা করে। ডালাসের পুলিশ প্রধান ডেভিড ব্রাউন বলেছেন, জনসনের অন্যান্য টার্গেটেও হামলার পরিকল্পনা ছিল। জনসনের বাসা থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে ব্ল্যাক লাইভস ম্যাটারের নেতা ডিরে ম্যাকিসনকে আটক করার পর রবিবার তাকে জামিনে ছেড়ে দেয়া হয়। শনিবার বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ার দুই শতাধিক প্রতিবাদকারীকে আটক করা হয়।-ওয়াশিংটন পোস্ট ও বিবিসি
×