ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুনীর চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে নাটক মঞ্চে আনছি ॥ মাহবুব আমিন মিঠু

প্রকাশিত: ০৩:৪৯, ১২ জুলাই ২০১৬

মুনীর চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে নাটক মঞ্চে আনছি ॥ মাহবুব আমিন মিঠু

নির্ভিক সাংস্কৃতিক সংগঠক মাহবুব আমিন মিঠু। ‘সুস্থ সাংস্কৃতিক শিক্ষার লক্ষ্যে’ সেøাগানে ২০০৪ সালে রাজধানীর উত্তরায় গড়ে তুলেছেন কবিগুরুর অমর সৃষ্টির নামানুসারে গীতাঞ্জলি ললিতকলা একাডেমি। প্রতিষ্ঠানটির যুগপূর্তি উপলক্ষে নেয়া কর্মসূচী ও সাংস্কৃতিক কর্মকা- নিয়ে তার সঙ্গে কথা হয়। গীতাঞ্জলি ললিতকলা একাডেমির যুগপূর্তি আয়োজন কেমন হবে? মাহবুব আমিন মিঠু ॥ যুগপূর্তি এ আয়োজন অন্যবারের তুলনায় ব্যাপক। নাচ, গান ও নাটকের পাশাপাশি প্রতিবারের ন্যায় থাকবে দেশের বরেণ্য ব্যক্তিদের পদক প্রদান। গীতাঞ্জলির এই সাংস্কৃতিক কার্যক্রমের লক্ষ্য কী? মাহবুব আমিন মিঠু ॥ উত্তরা ঢাকা শহরেরই একটি অভিজাত আবাসিক এলাকা। দুর্ভাগ্যজনক হলেও রাজধানীর সাংস্কৃতিক বলয় থেকে এলাকাটি অনেকটাই অবহেলিত। এখানে নেই সাংস্কৃতিক অনুষ্ঠানের কোন মিলনায়তন, লাইব্রেরি, শিশুপার্ক ও সিনেমা হল। সারাদেশের সাংস্কৃতিক জাগরণের পাশাপাশি উত্তরাকে সমৃদ্ধশালী করাই গীতাঞ্জলির লক্ষ্য। নাট্যচর্চার ক্ষেত্রে কী পদক্ষেপ নিয়েছেন? মাহবুব আমিন মিঠু ॥ উত্তরায় সক্রিয় নাট্যদলের বড়ই অভাব। এ লক্ষ্য নিয়ে ২০১২ সালে ‘থিয়েটার অঙ্গন’ নামে একটি নাট্য সংগঠন গড়ে তুলেছি। ইতোমধ্যে সংগঠনটি ৬টি প্রযোজনা মঞ্চে আনতে সক্ষম হয়েছে। এবার গীতাঞ্জলির যুগপূর্তি উৎসবে দেশের নাট্য আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব প্রয়াত মুনীর চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে একটি নাটক মঞ্চে আনতে যাচ্ছে ‘থিয়েটার অঙ্গন’। উত্তরায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির শাখা প্রতিষ্ঠা হতে যাচ্ছে, এ সম্পর্কে কিছু বলুন। মাহবুব আমিন মিঠু ॥ দুই দশক আগে শিল্প, সাহিত্য, সংস্কৃতিচর্চা ও বিকাশের লক্ষ্যে উত্তরায় প্রতিষ্ঠিত হয় ‘উত্তরা লেখক শিল্পী ক্লাব’ ।সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের নেতৃত্বে বছরব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন উত্তরায় হচ্ছে। সরকারের পক্ষ থেকে এখানে শিল্পকলা একাডেমির একটি শাখা প্রতিষ্ঠার জন্য জায়গা বরাদ্দ হয়েছে। এটি প্রতিষ্ঠা হলে উত্তরার সাংস্কৃতিক কর্মকা- আরও বেগবান হবে। -গৌতম পাণ্ডে
×