ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শুরু হচ্ছে এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ

প্রকাশিত: ০৩:৪৮, ১২ জুলাই ২০১৬

শুরু হচ্ছে এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ

স্টাফ রিপোর্টার ॥ এশিয়া মহাদেশের ১৯ রাষ্ট্রের ৫৬ চলচ্চিত্রকারের ৬৫ চলচ্চিত্র নিয়ে আগামী ১৫ জুলাই থেকে ঢাকায় শুরু হচ্ছে ১৭ সপ্তাহব্যাপী উৎসব ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেক্টিভ’। বৃহৎ আয়োজনের উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে আলোচিত বাংলা চলচ্চিত্র ‘ঘুড্ডি’। আয়োজকরা জানান, ‘বিশ্বচলচ্চিত্র অনুধাবন কর্মসূচী ২০১৬’-এর অংশ হিসেবে ‘এশিয়ান সিনেমা রেট্রোস্পেকিভ’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের পাশাপাশি উৎসবে দেখানো হবে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, চীন, পাকিস্তান, থাইল্যান্ড, তাইওয়ান, শ্রীলঙ্কা, ভুটান, মালয়েশিয়া, ফিলিস্তিন, ইরাক, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, আফগানিস্তান ও সৌদি আরবের আলোচিত চলচ্চিত্রগুলো। মুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলার ডিজিটাল কালচারাল আর্কাইভ কক্ষে ওইদিন বিকেল ৫টায় ‘ঘুড্ডি’ চলচ্চিত্রের প্রদর্শনী হবে। রাইসুল ইসলাম আসাদ ও সুবর্ণা মুস্তাফা জুটি অভিনীত ‘ঘুড্ডি’ চলচ্চিত্রটি পরিচালনা করেন সৈয়দ সালাহউদ্দিন জাকী। ১৯৮০ সালে চলচ্চিত্রটি মুক্তি পায়। সপ্তাহে ৩ চলচ্চিত্র প্রদর্শনী ও সংশ্লিষ্ট চলচ্চিত্র নিয়ে আলোচনা হবে। এতে এশিয়ার চলচ্চিত্রের ধরন, গতি-প্রকৃতি সম্পর্কে অবহিত করা হবে। এশিয়ারি বিশিষ্ট চলচ্চিত্রকারদের সম্পর্কেও জানা যাবে। প্রতিটি চলচ্চিত্র প্রদর্শনীর আগে বক্তব্য উপস্থাপন করা হবে। উৎসবে নিবন্ধন করে যে কেউ এই কর্মসূচীতে অংশ নিতে পারবেন। এ জন্য শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ৭০১ নম্বর কক্ষে যোগাযোগ করতে হবে।
×