ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চিরদিনের রুনা

প্রকাশিত: ০৩:৪৮, ১২ জুলাই ২০১৬

চিরদিনের রুনা

সংস্কৃতি ডেস্ক ॥ উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লা। মায়াবী কণ্ঠের জাদুতে তিনি এই উপমহাদেশ তো বটেই সারাবিশ্বের বাংলাভাষী ছাড়াও অন্য ভাষার মানুষেরও মন জয় করেছেন। বাংলাদেশের গর্ব এই স্বনামধন্য কণ্ঠশিল্পীর সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্তি হয়েছে অতি সম্প্রতি। এবারের ঈদে একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় আগামীকাল ঈদের সপ্তম দিন রাত ৭-৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান পঞ্চাশ মিনিটে পঞ্চাশ বছর ‘চিরদিনের রুনা’। অনুষ্ঠানে নিজের সঙ্গীত জীবনের নানা স্মৃতিকথা বলেছেন রুনা লায়লা। রুনা লায়লার স্মৃতিচারণমূলক এই অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন তরুণ কণ্ঠশিল্পী কোনাল। এছাড়া এবারের ঈদে ‘ভালবাসার স্বপ্নে ঘেরা’ বিশেষ সেলিব্রেটি কথন অনুষ্ঠানে আলমগীরের সঙ্গে অংশ নেন রুনা লায়লা। ‘ভালবাসার স্বপ্নে ঘেরা’ উপস্থাপনা করেন চিত্রনায়ক ফেরদৌস। ঈদের দ্বিতীয় দিন অনুষ্ঠানটি প্রচার হয়।
×