ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে সিনিয়র এএসপির গাড়িতে ছাত্রলীগের হামলার ঘটনায় মামলা

প্রকাশিত: ০৮:৫৮, ১১ জুলাই ২০১৬

মুন্সীগঞ্জে সিনিয়র  এএসপির গাড়িতে ছাত্রলীগের হামলার ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে সিনিয়র সহকারী পুলিশ সুপারের (সদর) গাড়িতে ছাত্রলীগের হামলার ঘটনায় রবিবার ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে লৌহজং থানায় মামলা দায়ের হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, হলদিয়া বাজার সংলগ্ন নির্মাণাধীন ব্রিজের কারণে সেখানে যানজট লেগেছিল। সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান লৌহজংয়ে একটি অনুষ্ঠান শেষে পিতা-মাতা ও স্ত্রী-সন্তানদের নিয়ে মাওয়া অভিমুখে যাচ্ছিলেন। এ সময় তার গাড়িটি হলদিয়ার যানজটে আটকা পড়ে। যানজট এড়িয়ে অন্য গাড়ি ওভারটেক করে তার প্রাইভেটকারটি আগে যেতে চাইলে বাধা দেয় যানজট নিরসনের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবক কিছু এলাকাবাসী। এ সময় সিনিয়র এএসপির দেহরক্ষী কনস্টেবল রফিকুল ইসলাম গাড়ি থেকে নেমে স্বেচ্ছাসেবক রাজু বেপারীকে (২৮) মারধর করে। পরে রাজু ছাত্রলীগের লৌহজং উপজেলা সভাপতি ওমর ফারুক রাজিব বাছারকে বিষয়টি ফোনে জানালে রাজিব ও ছাত্রলীগের আরও কয়েক নেতাকর্মী সঙ্গে সঙ্গে ঘটনাস্থালে ছুটে যায়। এ সময় তারা সহকারী পুলিশ সুপারসহ তার স্ত্রী-সন্তানদের লাঞ্ছিত করে ও দেহরক্ষীকে মারধর করে আহত করে।
×