ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কানাডার সঙ্গে বাণিজ্য বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান

প্রকাশিত: ০৮:৫৭, ১১ জুলাই ২০১৬

কানাডার সঙ্গে বাণিজ্য বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ কানাডায় নবনিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারকে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে নতুন নতুন ক্ষেত্র সন্ধানের আহবান জানিয়েছেন। হাইকমিশনার মিজানুর রহমান রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। খবর বাসসর। রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন বাসসকে এ কথা জানান। এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশ ও কানাডার মধ্যে বিমান চালুর উদ্যোগ নিতে হাইকমিশারকে পরামর্শ দেন। তিনি কানাডায় বাংলাদেশী ছাত্রদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বাড়ানোর পদক্ষেপ নিতেও তার প্রতি আহ্বান জানান। মিজানুর রহমান দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য-বিনিয়োগের ক্ষেত্রে কানাডায় তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি কানাডায় তার দায়িত্ব পালনের সফলতা কামনা করেন। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব উপস্থিত ছিলেন।
×