ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আট জেএমবি জঙ্গীর বিরুদ্ধে চার্জশীট

প্রকাশিত: ০৮:৫২, ১১ জুলাই ২০১৬

আট জেএমবি জঙ্গীর বিরুদ্ধে চার্জশীট

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১০ জুলাই ॥ রংপুরে জাপানী নাগরিক হোশি কুনিও হত্যা মামলায় জেএমবির আট জঙ্গীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। পুলিশ ৩ জুলাই রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র দাখিল করে। তবে রবিবার রাতে রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক বিষয়টি নিশ্চিত করেন। মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানিয়েছেন, আসামিদের মধ্যে ইছাহাক আলী (৪৮), মাসুদ রানা ওরফে মাসুদ (২৮), আবু সাঈদ (৩৫) ও লিটন মিয়া (৩২) রংপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছে। তবে পঞ্চগড় জেলার নজরুল ইসলাম (৩৬), কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকার সাদ্দাম হোসেন (৩১), আহসান উল্লাহ আনছারী (৩০) ও গাইবান্ধা জেলার সাঘাটা এলাকার সাখাওয়াত হোসেনকে (৪০) পুলিশ গ্রেফতার করতে পারেনি। তারা পলাতক রয়েছে। উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর জাপানী নাগরিক হোশি কুনিও রিক্সাযোগে রংপুর নগরীর মুন্সিপাড়া ভাড়া বাসা থেকে নিজখামার বাড়িতে আসার পথে কাচু আলুটারী গ্রামে খুন হন। তাকে খুব কাছে থেকে গুলি করে অস্ত্রধারীরা। তিনটি গুলিতে কিলিং মিশন শেষ করে ঠা-া মাথায় চলে যেতে সক্ষম হয় ঘাতকরা।
×