ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুলিশকে নিখোঁজ যুবকদের তালিকা তৈরির নির্দেশ

প্রকাশিত: ০৮:৪৩, ১১ জুলাই ২০১৬

পুলিশকে নিখোঁজ যুবকদের তালিকা তৈরির নির্দেশ

সারাদেশে নিখোঁজ যুবকদের একটি তালিকা তৈরি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশকে নির্দেশ দিয়েছে। গত সপ্তাহে গুলশানে হামলাকারীরা কয়েক মাস নিখোঁজ থাকার পর কেবল হত্যাকা- ঘটাতে বের হয়ে আসায় এই নির্দেশ দেয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বাসসকে বলেন, ‘সারাদেশের সব থানায় নিখোঁজ যুবকদের একটি তালিকা তৈরি করার নির্দেশ দিতে (রবিবার) আমি পুলিশ পরিদর্শককে (আইজিপি) একটি চিঠি পাঠিয়েছি।’ বর্তমানে ১৫০ যুবক নিখোঁজ রয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবর সম্পর্কে মন্তব্য করতে বলা হলে তিনি বলেন, এ রিপোর্ট ধারণাপ্রসূত। অন্যদিকে তিনি বলেন, বেশকিছু যুবক বাসায় ফিরে এসেছে। দেখা গেছে, কিছু কিছু নিখোঁজ যুবকের সন্ত্রাসের সঙ্গে কোন যোগসূত্র নেই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের রিপোর্ট পাওয়ার পর আমরা নিখোঁজ যুবকদের সংখ্যার ব্যাপারে একটি ধারণা পাব। এটা আমাদের সন্ত্রাসবিরোধী নিরাপত্তা অভিযানের জন্য প্রয়োজন হবে।’ তিনি বলেন, পুলিশ নিখোঁজ যুবকদের তথ্য সংগ্রহের জন্য প্রতিবেশীদের সহায়তা চাইবে এবং তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলবে। গুলশানে হামলাকারীরা ৬ মাস এবং তারও বেশি সময় নিখোঁজ ছিল।
×