ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হোপ সোলোর অর্জন

প্রকাশিত: ০৬:৩৫, ১১ জুলাই ২০১৬

হোপ সোলোর অর্জন

স্পোর্টস রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্র মহিলা ফুটবল দলের গোলরক্ষক হোপ সোলো নতুন দুটি মাইলফলক ছুঁয়েছেন। আসন্ন অলিম্পিক ফুটবলের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে নিয়েছে যুক্তরাষ্ট্রের মেয়েরা। এটি ছিল সোলোর ক্যারিয়ারের ১৫০তম জয় এবং তিনি এই ম্যাচে ১০০তম আন্তর্জাতিক ‘ক্লিন শিট’ অর্জন করেছেন। শিকাগোর সোলজার ফিল্ডে দক্ষিণ আফ্রিকা মহিলা ফুটবল দলের মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র মহিলা দল। উপস্থিত ছিল ১৯,২৭২ দর্শক। ৩৫ মিনিটের সময়ই জয়সূচক গোলটি করেন ক্রিস্টাল ডান। অবশ্য অনেক সুযোগ মিস করায় বড় ব্যবধানে জয় তুলে নিতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। আর দক্ষিণ আফ্রিকার মেয়েরা দারুণ কাজ দেখিয়েছে রক্ষণভাগে। পাশাপাশি কাউন্টার এ্যাটাকে ছিল তারা দারুণ ভয়ঙ্কর। শেষ পর্যন্ত ওই এক গোলেরই জয় পায় যুক্তরাষ্ট্র। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে মার্কিন মেয়েরা স্বর্ণপদক জিতেছিল। এবার সেটা ধরে রাখার মিশন তাদের। আগস্টে ব্রাজিলের রিও ডি জেনিরোয় অনুষ্ঠিত হবে এবারের গ্রীষ্মকালীন অলিম্পিক। সোলো এদিন তার ক্যারিয়ারের ১৯৭তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন। এদিনও তিনি কোন গোল হজম করলেন না। দক্ষিণ আফ্রিকার দুটি দুর্দান্ত শট ঠেকিয়ে দিয়েছেন তিনি এবং দলকেও বাঁচিয়েছেন। অচিরেই ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়ে ফেলবেন সোলো।
×