ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ

মিসবাহর সামনে বড় চ্যালেঞ্জ

প্রকাশিত: ০৬:৩৪, ১১ জুলাই ২০১৬

মিসবাহর সামনে বড় চ্যালেঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড সফরটাকে নিকট অতীতের সবচেয়ে ‘বড়’ চ্যালেঞ্জ বলে মনে করছেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হক। ২০১২ ও সর্বশেষ গত বছর নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে ইংলিশদের বিপক্ষে দারুণ দুটি সিরিজ জয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে উল্লম্ফন পাকীদের। এখনও তৃতীয় স্থানে তারা। ওয়ানডে-টি২০তে খেই হারালেও মিসবাহর নেতৃত্বে সাদা পোশাকে আশাজাগানিয়া ক্রিকেট খেলছে পাকিস্তান। তবু কন্ডিশন ও প্রতিপক্ষের পারফর্ম মাথায় রেখেই সতীর্থদের সতর্ক করে দিয়েছেন অধিনায়ক। ২০১০ সালে স্পট ফিক্সিংয়ের কারণে আলোচিত ইংল্যান্ডে আগের সফরে ৪ টেস্টের সিরিজে ৩-১এ হেরেছিল পাকিস্তান। ‘ইংলিশ কন্ডিশন’ উপমহাদেশের দলগুলোর জন্য আসলেই চ্যালেঞ্জ, চ্যালেঞ্জটা ব্যাটসম্যানদের জন্য আরও বেশি। সদ্যসমাপ্ত সফরে সেটি হারে হারে টের পেয়েছে এ্যাঞ্জেলো ম্যাথুসের শ্রীলঙ্কা। ‘নিকট অতীতে এটাই হতে যাচ্ছে আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং সিরিজ। ইংল্যান্ডের মাটিতে ভাল করা এমনকি দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার চেয়েও কঠিন। এখানে ক্রিকেটারদের সেরা-স্কিল প্রদর্শন করতে হয়। আন্তর্জাতিক মান থেকে এতটুকু পিছিয়ে থাকলে আপানাকে ডুবতে হবে। ব্যাটসম্যানদের কাজটা আরও বেশি কঠিন। কারণ ইংলিশ কন্ডিশন এশিয়ার চেয়ে পুরোপুরি ভিন্ন। স্বাগতিক পেসারদের বিপক্ষে তাদের পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। তাই ভাল করার প্রথম দায়িত্ব ব্যাটসম্যানদের, তাদের বোর্ডে পর্যাপ্ত রান জমা করতে হবে। তাহলেই সুযোগ তৈরি হবে। কারণ আমাদের হাতে বিশ্বমানের পেসার রয়েছে।’ হোভে সাসেক্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে সংবাদ মাধ্যমকে বলেন মিসবাহ। তবে ব্যাটিং নিয়েও এবার আশাবাদী সমসাময়িক আন্তর্জাতিক অঙ্গনের বয়স্ক ক্রিকেটার। ৪২ পেরোনো মিসবাহ বলেন, ‘ইউনুস খানের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান আছে, টেস্টে আসাদ শফিক, আজহার আলি বিশ্বমানের। এখানে আসার পর তারা সবাই রান পাচ্ছে।’ সঙ্গে মিডলঅর্ডারে অধিনায়ক নিজেও দুর্দান্ত। আছেন শান মাসুদ, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদের মতো ‘ট্যালেন্ট’ ব্যাটসম্যান। অধিনায়কের আশায় রসদ যোগাচ্ছেন ইউনুস-আজহাররা। প্রস্তুতি ম্যাচে অতিথি ব্যাটসম্যানরা রান পাচ্ছেন, বিশেষ করে অভিজ্ঞরা। সমারসেটের বিপক্ষে ড্র হওয়া তিন দিনের প্রথম প্রস্তুতিতে সেঞ্চুরি পেয়েছেন অভিজ্ঞ ইউনুস খান (১০৪), ক্ল্যাসিক্যাল আজহার (১০১*)। হাফসেঞ্চুরি এসেছে শান মাসুদ (৬২), আসাদ শফিকের (৮০ ও ৭৯*) উইলো থেকে। রবিবার সাসেক্সের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে (এ রিপোর্ট লেখার সময়) সেঞ্চুরি হাঁকিয়েছেন আজহার (১৪৫)। হাফসেঞ্চুরি পেয়েছের ইউনুস (৫৯) আর মিসবাহ (৬৮)। বৃহস্পতিবার লর্ডস টেস্ট দিয়ে শুরু হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান দ্বৈরথ (চার ম্যাচের সিরিজ)। যেখানে আর সব ছাপিয়ে আলোচনায় কেবলই মেহাম্মদ আমির। ২০১০ সালে এই লর্ডসেই স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। বছরের শুরুতে ওয়ানডে-টি২০ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও, দীর্ঘ ছয় বছর পর সেই লর্ডসে ‘আসল’ ক্রিকেট টেস্ট প্রত্যাবর্তন হতে যাচ্ছে ২৪ বছর বয়সী বাঁহাতি পেসারের। সাবেক পাকিস্তান গ্রেট ওয়াসিম আকরাম বলছেন এবার বল হাতে আমিরই হবে পাকিস্তানের সেরা অস্ত্র, অধিনায়ক মিসবাহও আমিরকে নিয়ে দারুণ রকমের আশাবাদী।
×