ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিওর টিকেট পেলেন গ্যাটলিন ও ফেলিক্স

প্রকাশিত: ০৬:৩৩, ১১ জুলাই ২০১৬

রিওর টিকেট পেলেন গ্যাটলিন ও ফেলিক্স

স্পোর্টস রিপোর্টার ॥ অলিম্পিক যতই ঘনিয়ে আসছে, এর প্রস্তুতিটাও শেষ হওয়ার পথে। আগামী মাসে ব্রাজিলের শহর রিও ডি জেনিরোয় অনুষ্ঠিত হবে পরবর্তী গ্রীষ্মকালীন অলিম্পিক। আর এর আগেই ট্র্যাক এ্যান্ড ফিল্ডের আকর্ষণীয় ইভেন্টগুলোর এ্যাথলেটরা ব্যস্ত নিজ নিজ দেশের অলিম্পিক ট্রায়াল নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্প্রিন্ট তারকা জাস্টিন গ্যাটলিন সফলভাবে আরেকটি ট্রায়াল শেষ করেছেন। ২০০ মিটারেও জিতে রিও-তে নিজের টিকেট নিশ্চিত করেছেন। কিন্তু একই দিনে স্বপ্নভঙ্গ হয়েছে বিখ্যাত হার্ডলার এ্যারিস মেরিটের। টাইমিংয়ে অনেকখানি পিছিয়ে থাকায় রিও অলিম্পিকে যাওয়া হচ্ছে না সম্প্রতিই কিডনি প্রতিস্থাপন করে আবারও ফেরা মেরিটের। তবে মহিলাদের ২০০ মিটারে রিও অলিম্পিক নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের এ্যালিসন ফেলিক্স। আর জ্যামাইকার অলিম্পিক ট্রায়ালে ২০০ মিটারে জিতে বিস্ময়কর প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে ইয়োহান ব্লেকের। যদিও মহিলাদের ২০০ মিটারে জিতেছেন প্রায় নতুন মুখ সিমোন ফেসি। জ্যামাইকার অলিম্পিক ট্রায়ালের মহিলাদের ২০০ মিটার স্প্রিন্ট থেকে হঠাৎ করেই নাম প্রত্যাহার করে নেন বিশ্ব চ্যাম্পিয়নশিপসের রৌপ্যজয়ী ইলানি থম্পসন ও ২০১৩ বিশ্বচ্যাম্পিয়ন শেলী এ্যান ফ্রেজার-প্রাইস। ফলে রাস্তাটা পরিষ্কার হয়ে যায় ভেরোনিকা ক্যাম্পবেল ব্রাউনের। কিন্তু তাকে হারিয়ে দেন ফেসি। তবে দিনের সবচেয়ে বড় চমকটা ছিল মহিলাদের ১০০ মিটার হার্ডলসে। বিশ্বচ্যাম্পিয়ন ড্যানিয়েলি উইলিয়ামস ধাক্কা খেয়ে পড়ে যান এবং ছিটকে পড়েন। ব্যক্তিগত সেরা ১২.৭৯ সেকেন্ড টাইমিং গড়ে জেতেন ২১ বছর বয়সী মেগান সিমন্ডস। পুরুষদের ২০০ মিটারে দারুণ গতির মধ্যে আছেন ব্লেক। দুই দিন আগে ১০০ মিটারে জেতা এ তরুণ কিংস্টনের ন্যাশনাল স্টেডিয়ামে ২০০ মিটার জিতেছেন ২০.২৯ সেকেন্ড সময় নিয়ে। এরপর তিনি দাবি করেছেন, ‘আমি জীবনে বিস্ময়কর কিছু করার জন্য কাজ করে যাচ্ছি। পরিকল্পনা করছি অনুশীলন চালিয়ে যাওয়ার। আমি অবশ্যই ২০ সেকেন্ডের নিচে টাইমিং করতে সক্ষম।’ ব্লেকের পেছনে থেকে দ্বিতীয় নিকেল এ্যাশমিড এবং তৃতীয় জুলিয়ান ফোরটি। ব্লেক জানিয়েছেন ইনজুরিতে পড়া উসাইন বোল্ট অলিম্পিকে অবশ্যই ফিরবেন। তার দাবি বোল্টের ইনজুরি মারাত্মক কিছু নয়। গ্যাটলিনকে কিন্তু থামানো যাচ্ছে না। তিনি প্রতিনিয়তই আগের তুলনায় উন্নতি করছেন। ৩৪ বছর বয়সী এ মার্কিন স্প্রিন্টার এবার ইউএস অলিম্পিক ট্রায়ালের ২০০ মিটারে জিতেছেন ১৯.৭৫ সেকেন্ড টাইমিং গড়ে। হেওয়ার্ড ফিল্ডে ১০০ মিটার জয়ের পর এখন ২০০ মিটারেও জয় তুলে নিলেন গ্যাটলিন। চরম প্রতিদ্বন্দ্বী লাশন মেরিট ১৯.৭৯ সেকেন্ড টাইমিংয়ে হয়েছেন দ্বিতীয়। তবে ইনজুরি সমস্যায় পড়েছেন গ্যাটলিনও। তিনি রেস শেষে বললেন, ‘এই সিরিজের সব রেসেই আমি গোড়ালির ইনজুরি নিয়ে ভুগেছি। আমি শুধু নেমে যা করার প্রয়োাজন সেটাই প্রচেষ্টা চালিয়েছি।’ রিও অলিম্পিকে মহিলাদের ২০০ ও ৪০০ মিটারে এবার ডাবলের জন্য লড়বেন ফেলিক্স। সেটা ২০০ মিটারের ফাইনালে উঠে নিশ্চিত হয়েছে এ এ্যাথলেটের। সেমিতে টরি বাউয়ির পেছনে থেকে শেষ করেছেন ২২.৫৭ সেকেন্ড সময় নিয়ে। কিন্তু ফ্ইানালে গিয়ে হেরে গেছেন সবার নজরের কেন্দ্রে থাকা এ্যারিস মেরিট। ১১০ মিটার হার্ডলসের ফাইনালে তিনি হেরে গেছেন। গত বছর সেপ্টেম্বরে কিডনি প্রতিস্থাপন করেছেন তিনি নিজ শরীরে। এরপরও ট্র্যাকে ফিরে চেষ্টা করেছেন রিও অলিম্পিকে যাওয়ার। কিন্তু পারলেন না। বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্বরেকর্ডধারী এ হার্ডলার ১৩.২২ সেকেন্ড টাইমিং করেছেন। এটি অলিম্পিকে অংশ নেয়ার জন্য সেরা তিনের মধ্যে নেই। ফলে স্বপ্নভঙ্গ হলো রূপকথার জন্ম দিয়ে ট্র্যাকে ফেরা মেরিটের।
×