ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অলিম্পিকে ক্রিকেট

প্রকাশিত: ০৬:৩২, ১১ জুলাই ২০১৬

অলিম্পিকে ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকে জায়গা করে নিতে পারে ক্রিকেট। ২০২৪ অলিম্পিক আয়োজনের চেষ্টা চালাচ্ছে ইতালির রোম, ফ্রান্সের প্যারিস, যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলেস ও হাঙ্গেরির বুদাপেস্ট। শেষ পর্যন্ত যদি রোম সুযোগ পায়, তাহলে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন ইতালির ক্রিকেট ফেডারেশনের সভাপতি সিমোন গাম্বিনো। সেক্ষেত্রে টি২০ ফরমেটের ম্যাচগুলো হবে বোলগোনাতে। কয়টি দল অংশ নেবে, প্রতিযোগিতার ফরমেট কেমন হবে, তা এখনও চূড়ান্ত নয়। ধারণা করা হচ্ছে, অলিম্পিক ক্রিকেটে খেলতে পারে ১২টি দেশ। এর মধ্যে ইউরোপ ও এশিয়া থেকে আসবে তিনটি করে দল। আফ্রিকা থেকে দুটি। দুই বা তিনটি করে দল আসবে আমেরিকা-ক্যারিবিয়ান ও সাউথ প্যাসিফিক অঞ্চল থেকে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
×