ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্যতিক্রমী সঙ্গীত চর্চা

প্রকাশিত: ০৬:০৫, ১১ জুলাই ২০১৬

ব্যতিক্রমী সঙ্গীত চর্চা

উত্তর মেরুর দিগন্তজোড়া বরফ। প্রাণহীন নিস্তব্ধ চারপাশ। সম্প্রতি এমনই এক হিমশীতল পরিবেশে পিয়ানোর সুর তুললেন বিখ্যাত যন্ত্রশিল্পী লুদোভিকো এইনাউদি। খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা গ্রিনপিস সম্প্রতি ব্যতিক্রমী এই পিয়ানো বাজানোর আয়োজন করে। উদ্দেশ্য ছিল উত্তর মেরু সম্পর্কে জনসচেতনতা বাড়ানো। বিজ্ঞানীদের মতে, আশঙ্কার চেয়েও দ্রুত গলছে উত্তর মেরুর বরফ। এভাবে চলতে থাকলে অচিরেই মানুষ এবং বন্যপ্রাণী হুমকির মুখে পড়বে। পিয়ানিস্ট লুদোভিকো এইনাউদি এবং তার পিয়ানের জন্য নরওয়ের কাছে সাগরে বিশেষভাবে স্টেজ তৈরি করা হয়। জানা গেছে, এইনাউদি শুধু এই আয়োজনের জন্যই বিশেষ সুর করেন, যার নাম দেয়া হয় এলিজি ফর দ্য আর্কটিক। সম্প্রতি কনসার্টের একটি ভিডিও ইউটিউবে পোস্ট করা হয়েছে। এরই মধ্যে প্রায় পৌনে পাঁচ লাখ মানুষ ভিডিওটি দেখেছে। আর ১০ হাজার লাইক পড়েছে এই ভিডিওতে।-ডেকান ক্রনিকল অবলম্বনে।
×