ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বজলুল করিম চৌধুরী রাজউকের নয়া চেয়ারম্যান

প্রকাশিত: ০৬:০৩, ১১ জুলাই ২০১৬

বজলুল করিম চৌধুরী রাজউকের নয়া চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম বজলুল করিম চৌধুরীকে নতুন চেয়ারম্যান করা হয়েছে। তিনি সাবেক চেয়ারম্যান জিএম জয়নাল আবেদীন ভূইয়ার স্থলাভিষিক্ত হলেন। গত তিন বছর ধরে রাজউকের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসছিলেন জয়নাল। ১৯৮৫ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা বজলুল করিমকে রাজউক চেয়ারম্যান নিয়োগ দিয়ে রবিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব এবং টাঙ্গাইলের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ৮ এপ্রিল এক বছরের চুক্তিতে রাজউক চেয়ারম্যান নিয়োগ পান জয়নাল আবেদীন। এরপর দুই দফায় তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। গত ২০ এপ্রিল তার চুক্তির মেয়াদ শেষ হয়। তার মেয়াদ শেষ হওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন (সদস্য উন্নয়ন) আব্দুর রহমান।
×