ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় শিক্ষার্থী রহস্যজনক নিখোঁজ ॥ এলাকায় চাঞ্চল্য

প্রকাশিত: ০৬:০২, ১১ জুলাই ২০১৬

চুয়াডাঙ্গায় শিক্ষার্থী রহস্যজনক নিখোঁজ ॥ এলাকায় চাঞ্চল্য

সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ১০ জুলাই ॥ দামুড়হুদার দর্শনার শ্যামপুর গ্রাম থেকে সজিব (১৮) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। শনিবার বিকেলের পর থেকে সে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বলছে, সজিবকে কৌশলে অপহরণ করা হয়েছে। তবে পুলিশ বলছে সজিব প্রকৃতপক্ষে অপহৃত হয়েছে, না সে নিজেই বাড়ি ছেড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানায়, উপজেলা দর্শনার শ্যামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে সজিব হাসান মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী। ছোটবেলা থেকেই সে শান্ত স্বভাবের ও ধর্মভিরু। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকত বেশিরভাগ সময়। সজিবের বাবা জানান, শনিবার বিকেল ৫টার দিকে সে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ হয়। পরিবারের দাবি, শনিবার রাত ৯টার দিকে সজিব তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে বাড়িতে কল করে তাকে অপহরণ করে আটকে রাখা হয়েছে বলে জানায়। মুক্তিপণ বাবদ ১০ হাজার টাকা দাবি করে নিজেই কয়েকদফা বাড়িতে ফোনও দেয়। স্থানীয় নারী কাউন্সিলর সুরাতন নেছা জানান, সজিবের রহস্যজনক নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি পুলিশী তদন্তে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, সজিবের রহস্যজনক নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশ সর্বাধিক গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। সে আদৌ অপহরণ হয়েছে না কি স্বেচ্ছায় বাড়ি ছেড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
×