ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মৌমাছির ক্ষমতা কমছে!

প্রকাশিত: ০৫:৫৭, ১১ জুলাই ২০১৬

মৌমাছির ক্ষমতা কমছে!

মৌমাছি জাতীয় প্রাণীর খাদ্য খোঁজার ক্ষমতার ওপর সরাসরি প্রভাব ফেলছে বায়ু দূষণ। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এ সংক্রান্ত এক নয়া গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, বায়ু দূষণ যতই বাড়ছে মৌমাছিদের খাদ্য খোঁজার ক্ষমতা ততই খর্ব হচ্ছে। গবেষকরা বলছেন, বায়ু দূষণ মৌমাছি জাতীয় প্রাণীর খাদ্য শৃঙ্খল নষ্ট করে ফেলছে। কেননা বায়ু দূষণের ফলে ফুলের গন্ধ পরিবর্তন হয়ে যাচ্ছে। এই পরিবর্তিত গন্ধ মৌমাছিকে আকর্ষণ করতে পারছে না। আর একই কারণে মৌমাছিদের এক ফুল থেকে অন্য ফুলে ওড়াউড়ির ক্ষমতাও কমে যাচ্ছে। সাধারণ ফুলের গন্ধে আকৃষ্ট হয়ে রেণু সংগ্রহে ফুলের ওপর বসে মৌমাছি। পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোস ডি ফুয়েনটেস বলেন, অনেক পোকা জাতীয় প্রাণী আছে সেগুলো খাদ্য সংগ্রহের জন্য তিন হাজার ফুট পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম। অর্থাৎ তিন হাজার ফুট পর্যন্ত দূরত্বের ফুলের গন্ধ বুঝতে পারে এই জাতীয় প্রাণী। প্রত্যক মৌমাছিই যে এলাকায় অল্প ঘ্রাণের ফুল রয়েছে সেই এলাকা থেকে বেশি ঘ্রাণের ফুলের দিকে উড়ে যেতে পছন্দ করে। বিজ্ঞানীরা এই গবেষণার ফলাফল নির্ভুলভাবে নিরূপণের জন্য কম্পিউটার মডেল ব্যবহার করেন। অন্তত ৯০ হাজার মৌমাছির ওপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা এই তথ্য পান। গবেষণাটি সম্প্রতি এটমোসফিয়ারিক এনভাইরনমেন্ট জার্নালে প্রকাশিত হয়েছে। -ইউপিআই অবলম্বনে।
×