ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে ঢোকার চেষ্টা করছে ১০ জঙ্গী

প্রকাশিত: ০৫:৫৬, ১১ জুলাই ২০১৬

ভারতে ঢোকার চেষ্টা করছে ১০ জঙ্গী

জনকণ্ঠ ডেস্ক ॥ সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছে গুলশান হত্যাকা-ে জড়িত সন্দেহভাজন ১০ জঙ্গী। এ খবর দিয়ে ঢাকা সতর্ক করল নয়াদিল্লীকে। একটি হিন্দী নিউজ চ্যানেল সূত্রে এই খবর পাওয়া গেছে। বাংলাদেশ সরকার জঙ্গীদের তালিকা এবং ছবিও ভারত সরকারের হাতে তুলে দিয়েছে বলে সূত্রের খবর। সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের বরাতে পাওয়া খবরে প্রকাশ, ঢাকা থেকে সতর্কবার্তা পেয়েই সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে সতর্ক করে দেয়া হয়েছে। পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয় এবং ত্রিপুরার সীমান্তে নজরদারি কঠোর করা হয়েছে। সন্দেহভাজন জঙ্গীদের যে ছবি বাংলাদেশ সরকার ভারতকে দিয়েছে, তাও বিএসএফের হাতে ইতোমধ্যে তুলে দেয়া হয়েছে। গুলশানে সাম্প্রতিক নির্মম হামলার সঙ্গেও এই ১০ জঙ্গীর যোগ রয়েছে বলে ঢাকা দাবি করেছে। বাংলাদেশের গোয়েন্দারা মনে করছেন, ভারতে বড় ধরনের নাশকতা চালানোর লক্ষ্যেই এই ১০ জঙ্গী সীমান্ত পেরনোর অপচেষ্টা করছে।
×