ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শোলাকিয়ায় জঙ্গী হামলা

আটক শিবির ক্যাডার সোহানের সহযোগীদের গা ঢাকা

প্রকাশিত: ০৫:৫৫, ১১ জুলাই ২০১৬

আটক শিবির ক্যাডার সোহানের সহযোগীদের গা ঢাকা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে ঘোড়াঘাটের শিবির ক্যাডার শরিফুল ইসলাম সোহান ওরফে মোকাত্বিল (২২) শোলাকিয়ায় নাশকতা কার্যক্রমে জড়িত থাকার অপরাধে আটক হওয়ার পর থেকেই তার সহযোগীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক তৎপরতা শুরু করেছে। জানা যায়, শোলাকিয়া ঈদ জামাতে কর্তব্যরত পুলিশের ওপর হামলা করলে শিবির ক্যাডার ও জঙ্গী সদস্য দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের জামায়াত নেতা আব্দুল হাইয়ের পুত্র শরিফুল ইসলাম সোহান ওরফে মোকাত্বিল গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়। এ ঘটনার পর তার বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালায়। জিজ্ঞাসাবাদের জন্য তার চাচাত ভাই এনামুলকে র‌্যাব সদস্যরা আটক করে। পরে ঘোড়াঘাট থানা পুলিশ সোহানের মা নার্গিস সুলতানা বিউটিকে ৮ জুলাই মধ্যরাতে আটক করে ঢাকায় পাঠিয়ে দেয়। ঘটনার পর থেকেই সোহানের বাবা আব্দুল হাই পলাতক রয়েছে। গত বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি ২ মাসব্যাপী বিএনপি-জামায়াতের আন্দোলনের সময় সোহান ও তার বাবা বাড়িতে বসে সব ধরনের পরিকল্পনা করত বলে এলাকায় ব্যাপক জনশ্রুতি রয়েছে। এই অভিযোগে পুলিশ অভিযান চালালে আব্দুল হাই ও তার পুত্র সোহান গা ঢাকা দেয়। ওই এলাকায় জেলা জামায়াতের কার্যক্রমের পরিকল্পনা করতে নিজস্ব কিছু বাড়ি ও কথিত শিক্ষা প্রতিষ্ঠানে গোপন বৈঠক হতো বলে একাধিক সূত্র থেকে জানা গেছে। সোহানের নেতৃত্বে শিবিরের প্রায় ১০/১৫ জনের একটি টিম রয়েছে। যারা ওই সময় দল বেধে সশস্ত্র অবস্থায় ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের কাজ চালিয়েছে। এসব অভিযোগে একাধিক মামলা ঘোড়াঘাট থানায় রয়েছে। গত ৭ জুলাই শোলাকিয়ায় সোহান আটক হওয়ার পর থেকেই তার সহযোগীরা গা ঢাকা দিয়েছে। ওই সব শিবির ক্যাডারদের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে। ঘোড়াঘাট থানার অফিসার্স ইনচার্জ নুরুজ্জামান চৌধুরী জানান, সোহানের সহযোগীদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে। তাদের কার্যকলাপ ও মোবাইল ফোনের তথ্য সতর্কতার সঙ্গে মনিটর করা হচ্ছে। ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন প্রধান জানান, জেলা সদর থেকে ৯২ কিলোমিটার দূর উপজেলা হওয়ায় জামায়াতের তৎপরতা এ এলাকায় বেড়ে গেছে। তাদের নাশকতা কার্যক্রম আইনশৃঙ্খলা বাহিনীকে একাধিকবার জানানো হয়েছে। সঠিক সময়ে ব্যবস্থা নেয়া হলেই এদের দমন করা সম্ভব হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে জনসাধারণকে নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো হবে।
×