ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২০, ১১ জুলাই ২০১৬

টুকরো খবর

কুমিল্লায় পৌর হিসাবরক্ষক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১০ জুলাই ॥ দেবিদ্বার পৌরসভার হিসাবরক্ষক মাহবুবুল আলমকে গ্রেফতার করা হয়েছে। পৌর প্রশাসক ও সচিবের স্বাক্ষর জাল করে প্রায় ৭৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রবিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লার একটি দল দল তাকে গ্রেফতার করে। জানা যায়, দেবিদ্বার পৌরসভার হিসাবরক্ষক বর্তমানে সাময়িকভাবে বরখাস্তকৃত মাহবুবুল আলম কর্মরত অবস্থায় ২০১৪ সালের ১১ ডিসেম্বর থেকে গত বছরের ২৪ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে পৌরসভার প্রশাসক ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভার সচিবের স্বাক্ষর জাল করে পৌরসভার উন্নয়ন তহবিল ও রাজস্ব তহবিল হতে ৬৪টি চেকের মাধ্যমে ৭৪ লাখ ৪২ হাজার ৫৪৭ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাশ করেন। এর আগেও একটি চেকের মাধ্যমে পৌরসভার ব্যাংক হিসাব থেকে ৪৭ হাজার ৮০৭ টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন। জঙ্গীবাদের বিরুদ্ধে সমাবেশ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১০ জুলাই ॥ সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে রবিবার নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদের স্থানীয় জেলা শাখা। বিকেল সাড়ে তিনটায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচী পালিত হয়। এতে শহরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেয়। নীলম বিশ্বাস রাতুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- অধ্যাপক মোস্তফা কামাল, মোজাম্মেল হক বাচ্চু, তাহেজা বেগম, মাজহারুল ইসলাম, গাজী মোজাম্মেল হোসেন টুকু, সাইফুল্লাহ এমরান, কোহিনূর বেগম, সৈয়দা বিউটি প্রমুখ। এতিম শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ অনাথ এতিমদের সংগঠন ‘সরকারী শিশু পরিবার’-এর শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার। রবিবার দুপুরে উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের বালাসুর এলাকায় অবস্থিত শিশু পরিবারের শিশু ও তাদের তত্ত্বাবধায়কদের জন্য প্রশাসনের খরচে দুপুরের খাবারের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সদর সার্কেল) আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) শামসুজ্জামান, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ সাহিদুর রহমান, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী স্বপন ইসলাম, আতিকুর রহমান অপু প্রমুখ। বাকৃবি খুলছে আজ বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ঈদ-উল-ফিতরের ছুটি শেষে আজ থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হচ্ছে। ২১ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত টানা ১৯ দিনের ছুটি শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে। আবাসিক হলগুলো শনিবার থেকেই শিক্ষার্থীদের প্রবেশের জন্য খুলে দেয়া হয়েছে। শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠছে ক্যাম্পাস। শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে কুশল ও ঈদের শুভেচ্ছা বিনিময়ে ও কোলাকুলিতে আবরও মেতে উঠেছে ঈদের দিনের আমেজে। হল ও ক্যাম্পাস ফিরে পাচ্ছে চিরচেনা রূপ। শিশুর মরদেহ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১০ জুলাই ॥ জেলার করিমগঞ্জে নৌকা ডুবে নিখোঁজ হাফিজুল ইসলাম নামের সাড়ে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার জয়কা ইউনিয়নের বারুক বাজারসংলগ্ন হাওড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার গুণধর ইউনিয়নের দক্ষিণ সুধী গ্রামের আব্দুল কাইয়ুুমের একমাত্র সন্তান। শনিবার বাবা-মার সঙ্গে নানার বাসায় বেড়াতে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রী নিয়ে নির্মাণাধীন বারুক ব্রিজের পাশে নরসুন্দা নদী পারাপারের সময় নৌকা ডুবে স্রোতের পানিতে পড়ে নিখোঁজ হয় হাফিজুল। করিমগঞ্জের ইউএনও আছমা আরা বেগম জানান, জেলা পরিষদের ত্রাণ তহবিল থেকে নিহত শিশুর পরিবারকে ২০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।
×