ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নৈশপ্রহরীর বিচার দাবিতে স্কুলে তালা

প্রকাশিত: ০৪:১৭, ১১ জুলাই ২০১৬

নৈশপ্রহরীর বিচার দাবিতে স্কুলে তালা

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১০ জুলাই ॥ বগুড়ার আদমদীঘি উপজেলার কোমারপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী আব্দুল আজিজের পতিতা নিয়ে বিদ্যালয় কক্ষে ফুর্তি করার ঘটনায় প্রকাশ্য বিচার দাবিতে অভিভাবক ও গ্রামবাসী রবিবার সকালে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন। প্রায় ঘণ্টাখানেক পর বিক্ষোভকারীরা বিদ্যালয় ত্যাগ করেন। বেলা ১২টার দিকে পুলিশ গিয়ে তালা ভেঙ্গে বিদ্যালয় খুলে দেয়। আন্দোলনকারীরা জানান, ওই বিদ্যালয়ের নৈশপ্রহরী আব্দুল আজিজ প্রায়ই পতিতা নিয়ে এসে বিদ্যালয় কক্ষে সাঙ্গোপাঙ্গ নিয়ে ফুর্তি করে। এরই একপর্যায়ে ১৬ জুন রাতে একই ঘটনা ঘটলে গ্রামবাসী হাতেনাতে ধরে পুলিশে দেয়। পুলিশ আজিজের বিরুদ্ধে ২৯০ ধারায় মামলা দেয়। ওই মামলায় আর্থিক জরিমানা দিয়ে ছাড়া পায় আজিজ। তবে গ্রামবাসী এ বিচার মানতে রাজি নয়। তারা বিদ্যালয় পরিচালনা কমিটির কাছে গ্রামে ঢোল-শহরত দিয়ে প্রকাশ্য বিচার করার দাবি জানান। নাটোর কারাগারে নিরাপত্তা জোরদার নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১০ জুলাই ॥ সাম্প্রতিক সময়ে কারাগারসহ বিভিন্ন স্থানে জঙ্গী হামলার ঘটনায় নাটোর জেলা কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রবিবার সকাল থেকে হরিশপুর জেলা কারাগারে প্রধান ফটকসহ সর্বত্র নিরাপত্তায় কর্মরতদের সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে। জেল সুপার ফারুক আহমেদ জানান, বন্দীদের ওপর সার্বক্ষণিক বিশেষ নজর রাখা হচ্ছে। কারাবন্দীদের সঙ্গে যে সকল সাক্ষাতপ্রার্থী আসছে তাদের তল্লাশি করে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে। এছাড়া কারাগারের মধ্যে বিভিন্ন স্থানে কারা পুলিশের সার্বক্ষণিক প্রহরায় রাখা হয়েছে। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। ৭ মাদক বিক্রেতার বাড়ি ভেঙ্গে দিয়েছে পুলিশ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ রবিবার সকালে পুলিশ এনায়েতপুরের সাত মাদক বিক্রেতার বাড়ি ভেঙ্গে দিয়েছে। এরা এনায়েতপুরে ওয়াপদা বাঁধে আশ্রয় নিয়ে দীর্ঘদিন মাদকের কারবার পরিচালনা করে আসছিল। এ সময় পুলিশ ৩০ পুড়িয়া গাঁজাসহ একজনকে আটক করেছে। আটককৃত সওদাগর আলীর বাড়ি আজুগড়া দক্ষিণ পাড়া গ্রামে। রবিবার সকালে এনায়েতপুর থানার ওসি আকরাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ খামারগ্রাম ও আজুগড়ায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালায়।
×