ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নির্বাচনে বিজয় দাবি অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ০৩:৫৩, ১১ জুলাই ২০১৬

নির্বাচনে বিজয় দাবি অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল রবিবার জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার ঘোষণা দিয়েছেন। নির্বাচনের এক সপ্তাহেরও বেশি সময় পর ক্ষমতাসীন রক্ষণশীলরা ফের জয়ী হয়েছেন বলে তিনি জানান। তবে নির্বাচনের পুরো ফলাফল এখনও পাওয়া যায়নি। ভোট গণনা এখনও চলছে। খবর এএফপির। এদিকে ম্যালকমের বিরোধী লেবার নেতা নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছেন। সিডনিতে টার্নবুল বলেন, ‘আজ (রবিবার) লেবার নেতা বিল শর্টেন আমাকে ফোন করেছিলেন এবং প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন।’ তিনি বলেন, ‘আমরা নির্বাচনে জিতেছি।’ অস্ট্রেলিয়ার বিরোধী নেতা লেবার পার্টির বিল শর্টেন জাতীয় নির্বাচনের আট দিন পর রবিবার পরাজয় স্বীকার করে নিয়েছেন। নির্বাচনে ক্ষমতাসীন রক্ষণশীলরা ফের বিজয়ী হয়েছে। মেলবোর্নে শর্টেন সাংবাদিকদের বলেন, এটা স্পষ্ট যে ম্যালকম টার্নবুল ও তার জোট সরকার গঠন করবে। তাই আমি বিকেলে তাকে ও তার স্ত্রী লুসিকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছি। খবর এএফপি’র। অস্ট্রেলিয়ায় গত কয়েক বছরের নির্বাচন ও দলের মধ্যে অভ্যন্তরীণ অভ্যুত্থানে বেশ কয়েকজন প্রধানমন্ত্রীর রদবদল হয়েছে। ২০১৩ সালের পর টার্নবুল দেশের চতুর্থ প্রধানমন্ত্রী হয়েছেন। যানজট কমাতে টানেল অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের যানজট কমাতে দুটি টানেল নির্মাণ করা হবে। ভিক্টোরিয়া রাজ্য সরকার এ বিষয়ে সাড়ে পাঁচ শ’ কোটি ডলারের দুটি প্রকল্প অনুমোদন করেছে। তিন কিলোমিটার দীর্ঘ টানেলগুলো মারিবিরনং নদীর তলদেশ দিয়ে শহরের দুই প্রধান অংশ উইলিয়ামস টাউন ও ওয়েস্ট গেট ফ্রিওয়েকে যুক্ত করবে। শহরটিতে কোন ফ্লাইওভার নেই। ২০২২ সালে প্রকল্পের কাজ শেষ হতে পারে। -এবিসি নিউজ ফিনল্যান্ডকে টপকে সিঙ্গাপুর নেটওয়ার্ক রেডিনেস ইনডেক্স ফিনল্যান্ডকে টপকে শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার বিষয়ে বিভিন্ন দেশের সক্ষমতা নিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ১৩৯টি দেশের তালিকা প্রকাশ করেছে। এক নম্বর অবস্থানে আছে সিঙ্গাপুর, দ্বিতীয় স্থানে ফিনল্যাান্ড। এক বছর আগে দেশ দুটির অবস্থা ছিল উল্টো। তালিকা প্রণয়নে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক- এ রকম ৫৩টি নিয়ামক বিবেচনায় নেয়া হয়েছে। -ফিন্যান্সিয়াল এক্সপ্রেস
×