ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত: ০৮:২৬, ১০ জুলাই ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ঢাকা-চট্টগ্রাম রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচংয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত দেড় ঘণ্টা এ রেলপথে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ থাকে। শনিবার রাত প্রায় ৮টায় চানপুর ও পাঘাচং গ্রামবাসীর মধ্যে সিএনজি ভাড়া নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাহ্ মাইনুল হোসেন জানান, এই রেল পথের পাঘাচং এলাকায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষের সময় লোকজন রেললাইনে অবস্থান নেয়। এই ঘটনায় রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এ রেলপথে ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। এ সময় ঢাকাগামী সোনার বাংলা ট্রেন আখাউড়া রেলওয়ে জংশন এবং ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে রাত সাড়ে ৯টায় ট্রেন চলাচল শুরু হয়।
×