ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের উন্নয়নে আগের মতোই পাশে থাকবে জাইকা

প্রকাশিত: ০৮:১৭, ১০ জুলাই ২০১৬

বাংলাদেশের উন্নয়নে আগের মতোই পাশে থাকবে জাইকা

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের উন্নয়নে আগের মতোই পাশে থাকার অঙ্গীকার করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি-(জাইকা)। বুধবার জাইকার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ অঙ্গীকার ব্যক্ত করেন সংস্থাটির প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা। এতে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। শিনিচি কিতাওকা বলেন, হতাহত জাপানীরা শুধু বাংলাদেশে জরিপ করতেই আসেননি। তারা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নেও অবদান রেখেছিলেন। বিবৃতিতে হতাহতদের পরিবারের সদস্যদের পাশে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, গুলশান হামলার পরিপ্রেক্ষিতে জাইকা কর্মীদের কর্মস্থল সম্পর্কে বিস্তারিত খোঁজ নেয়া এবং কর্মীদের নিরাপত্তা প্রদানই এ মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। বিবৃতিতে অপর সন্ত্রাসী হামলায় বাংলাদেশের উত্তরাঞ্চলে এক জাপানীর মৃত্যুর ঘটনায় জাইকা কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সত্ত্বেও জাইকা কর্মীদের হতাহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন জাইকা প্রেসিডেন্ট। প্রসঙ্গত, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তরাঁয় বন্দুকধারীরা দেশী-বিদেশী নাগরিকদের জিম্মি করে ২০ জনকে গলাকেটে হত্যা করে। এদের মধ্যে ৭ জাপানী ছিলেন, যারা জাইকার তরফে বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পের সমীক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। এ ছাড়া আহত অপর এক জাপানীকে জীবিত উদ্ধার করা হয়।
×