ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোবট বোমায় হত্যা করা হয় ডালাসের বন্দুকধারীকে

প্রকাশিত: ০৪:১৫, ১০ জুলাই ২০১৬

রোবট বোমায় হত্যা করা হয় ডালাসের বন্দুকধারীকে

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে পাঁচ পুলিশ সদস্যকে খুনের পর বন্দুকধারীকে হত্যায় ‘রোবট বোমা’ ব্যবহার করেছিল পুলিশ। সামরিক এই কৌশল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যবহার নিয়ে প্রশ্নও উঠেছে। টেক্সাসের ডালাসে গত বৃহস্পতিবার রাতে কৃষ্ণাঙ্গদের বিক্ষোভের এক পর্যায়ে উঁচু ভবন থেকে গুলি চালিয়ে হত্যা করা হয় পাঁচ শ্বেতাঙ্গ পুলিশকে। এরপর শুক্রবার সকালে বন্দুকধারীও নিহত হন। -বার্তা সংস্থা ও ওয়েবসাইটের। হামলার পর একটি গ্যারেজে আশ্রয় নেয়া জনসনকে নিষ্ক্রিয় করতে ‘রোবট বোমা’ ব্যবহার করা হয়। সামরিক বাহিনী আগে ব্যবহার করলেও পুলিশের এই কৌশল ব্যবহার এটাই প্রথম। এটা পুলিশ প্রথম ব্যবহার করল, বলেছেন যুদ্ধক্ষেত্রে রোবট ব্যবহারে কলাকৌশল নিয়ে আলোচিত বই ‘উইয়ার্ড ফর ওয়ার’ এর লেখক পিটার সিঙ্গার। তিনি বলেন, ইরাকে যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর এই কৌশল ব্যবহারের কথা তিনি জানেন। সামরিক ক্ষেত্রে প্রয়োগের এই কৌশল যুদ্ধক্ষেত্র নয়- এমন স্থানে প্রয়োগের বিষয়ে ডালাসের পুলিশ প্রধান ডেভিড ব্রাউন বলছেন, তাদের কাছে এর বিকল্প ছিল না। জনসন যেখানে ছিলেন, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী একটি ‘রোবট বোমা’ পাঠিয়ে দেয়, রোবটটি যথাস্থানে পৌঁছার পর দূর নিয়ন্ত্রকের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়, যাতে জনসন মারা যান। ‘ঠিক ওই সময়ে আমরা কোন উপায়ই পাচ্ছিলাম না, অন্য কোন পন্থা অবলম্বন করতে গেলে বাহিনীর অনেক সদস্যকে প্রাণহানির ঝুঁকিতে ঠেলে দেয়া হতো, আত্মপক্ষ সমর্থনে যুক্তি দেখান পুলিশ প্রধান ব্রাউন। ডালাসের মেয়র মাইক রলিংস বলছেন, বন্দুকধারী জনসনকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছিল, কিন্তু তিনি তা গ্রহণ না করে নিজের অবস্থানে থাকার সিদ্ধান্তই নিয়েছিলেন। তবে এটা এখনও স্পষ্ট নয়, ‘রোবট বোমা’ পাঠানোর আগে জনসনকে নিরস্ত্র করতে পুলিশ কী পদক্ষেপ নিয়েছিল। স্পষ্ট নয় এটাই, প্রতিরক্ষা বাহিনীর এই কৌশল পুলিশ কবে রফত করল। দূর নিয়ন্ত্রিত ‘রোবট বোমা’ সরবরাহকারী নর্থরপ গ্রুম্যান কর্পোরেশনের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ডালাস পুলিশের কাছে তিনটি রোবট বোমা রয়েছে। তবে এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি কোম্পানি। বিশেষজ্ঞরা বলেন, এই ধরনের বোমা বেসামরিক বাহিনী ব্যবহার করলেও এমন ক্ষেত্রেই তা ব্যবহার করা হয়, যেখানে কোন মানুষের প্রাণহানির ঝুঁকি থাকে না। সামরিক বাহিনীর কৌশল বেসামরিক বাহিনীর ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে সমালোচনা রয়েছে।
×