ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তাইওয়ানে ট্রেনে বিস্ফোরণ, আহত ২৪

প্রকাশিত: ২০:৩৯, ৮ জুলাই ২০১৬

তাইওয়ানে ট্রেনে বিস্ফোরণ, আহত ২৪

অনলাইন ডেস্ক॥ তাইওয়ানের রাজধানী তাইপেতে একটি ব্যস্ত কম্যুটার ট্রেনে বিস্ফোরণে অন্ততপক্ষে ২৪ জন আহত হয়েছেন। বিবিসি বলছে, বৃহস্পতিবার দিন শেষে মধ্যরাতের আগে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। তাইপের সংসান স্টেশনে ট্রেনটিতে বিস্ফোরণ ঘটে। এতে বেশ কয়েকজন যাত্রী মারাত্মকভাবে পুড়ে যান। স্থানীয় গণমাধ্যমে পুলিশ জানিয়েছে, তারা ট্রেনের ভেতরে বিস্ফোরক দ্রব্যসহ একটি ভাঙা টিউব পেয়েছেন। তাইওয়ানের প্রধানমন্ত্রী লিন চুয়ান এই ঘটনাকে ‘বিদ্বেষপ্রসূত’ বলে ধারণা করলেও পুলিশ দুর্ঘটনার বিষয়টিকে উড়িয়ে দিচ্ছে না। পুলিশের বোমা নিষ্কিয়করণ স্কোয়াডের প্রধান লি তিজু-ওয়েন বলেন, তদন্তে দেখা গেছে ১৫ সেন্টিমিটার লম্বা ভাঙা ধাতব একটি টিউব বিস্ফোরকসহ একটি কাঁধে ঝোলানোর কালো রঙের ব্যাগের ভেতরে রয়েছে। তাদের ধারণা এ থেকেই বিস্ফোরণটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী একজন যাত্রী স্থানীয় চ্যানেলে বলেন, “একটি বিস্ফোরণের শব্দ হল আর এর পরপরই আশপাশের সবকিছু অন্ধকার হয়ে গেল। মানুষের আতঙ্কিত হয়ে চিৎকার করছিল।” অপর একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণটি ঘটার কিছুক্ষণ আগে তিনি এক ব্যক্তিকে আয়তাকার একটি বস্তু বহন করতে দেখেন।
×