ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিপণের ২০ লাখ টাকাসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ২০:২৭, ৭ জুলাই ২০১৬

 মুক্তিপণের ২০ লাখ টাকাসহ গ্রেফতার ৩

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যা ব-১১ সিপিএসসি’র সদস্যরা গাজীপুরের কালিগঞ্জের বক্তারপুর ইউনিয়নের ফুলদি ও জাংলা ইউনিয়নের জাংলা বাজার সংলগ্ন্ এলাকা থেকে আন্তর্জাতিক অপহরণ চক্রের দুই নারী সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- রুবী (২৫), সাইফুল ইসলাম (৩৫) ও রাহিমা (২২)। এ সময় তাদের কাছ থেকে মুক্তিপণের ২০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ৫ জুলাই মঙ্গলবার ও গতকাল বুধবার দু’দিন র্যা ব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা ও এএসপি মোঃ আলেপ উদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে মুক্তিপণের টাকাসহ তাদেরকে গ্রেফতার করে। ঈদের আগের দিন বুধবার রাত ১১টায় আদমজীর র্যা ব-১১ এর ব্যাটেলিয়ন সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে র্যা ব-১১ অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল কামরুল হাসান সাংবাদিকদের এ তথ্য জানান। সাংবাদিক সম্মেলনে র্যা বের সিও জানান, আন্তর্জাতিক অপহরণ চক্রের মূল হোতা সৌদী প্রবাসী মনজুর মোল্লা (৩৫), খায়রুল ইসলাম (৪০), আলমগীর (৩০) ও জাকির হোসেন (৩২) দীর্ঘদিন ধরে অপহরণ চক্রের সঙ্গে জড়িত। তারা বিভিন্নভাবে ছলেবলে কৌশলে বাংলাদেশ থেকে গমনকৃত সৌদি প্রবাসীদেরকে অপহরণ করে জিম্মি করে থাকে। গত ২ জুলাই বাংলাদেশী শফিকুল ইসলামকে কৌশলে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা সৌদী আরবে একটি আবাসিক হোটেলের কক্ষে আটকিয়ে হাত, পা এবং মুখ বাঁধা অবস্থায় নির্যাতন চালায়। অপহরণকারী মনজুর মোল্লা ও তার সহযোগীরা অজ্ঞাত পরিচয় দিয়ে অপহৃত শফিকুল ইসলাম খোকনকে আটক করে রেখেছে বলে বাংলাদেশে তার স্ত্রীর মোবাইল ফোনে জানায় এবং মোবাইলে ভিডিও কল দেয়। ভিডিও কলে দেখা যায়, অপহৃত শফিকুল ইসলামকে একটি রুমের ভেতরে হাত, পা ও মুখ বাধা অবস্থায় রেখে নির্যাতন চালাচ্ছে। এভাকে তিন দিন নির্যাতন করতে থাকে। পরে অপহৃতের স্ত্রীর কাছে ২০ লাখ টাকা বিকাশ করতে বলে। তা না হলে অপহৃতকে হত্যা করা হুমকি দেয়।
×