ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে রথযাত্রা অনুষ্ঠিত

প্রকাশিত: ০১:০৮, ৬ জুলাই ২০১৬

ঝালকাঠিতে রথযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠিতে হিন্দু সম্প্রদায় ধর্মীয় অনুভুতি ও পবিত্রতা বজায় রেখে রথরাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪ টায় ঝালকাঠির মদন মোহন আখড়া বাড়ী মন্দির প্রাঙ্গন থেকে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলায় ৪টি উপজেলার মধ্যে ঝালকাঠি সদরে ৩টি ও কাঠালিয়া উপজেলায় একটি রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। অনান্য সময় বিভিন্ন মন্দির থেকে রথযাত্রা আলাদাভাবে বের হলেও এবছর পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে এক সঙ্গে রথযাত্রার আয়োজন করা হয়েছে। ঝালকাঠির জেলা প্রশাসক মো: মিজানুল হক চৌধুরী আনুষ্ঠানিকভাবে রথযাত্রার সূচনা করেন। রথ শহর ঘুরে অন্য মন্দিরে এসে শেষ হয়। এই সকল মন্দিরে ৮দিন থাকার পরে উল্টো রথের মাধ্যমে বিগ্রহকে স্ব স্ব মন্দিরে ফিরিয়ে নেওয়া হবে। রথযাত্রায় শতশত নারী পুরুষ সহ বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহন করেছে। হিন্দু ধর্মে রয়েছে, শ্রী কৃষ্ণ তার ভাই বলরাম ও বোন সূভদ্রাকে নিয়ে রথে করে মামা বাড়ী বেড়াতে যান এবং সেই থেকে এই রথযাত্রার প্রচলন ঘটে। বিশ্বাস রয়েছে রথের রশি ধরে টানলে পূন্য লাভ হয়।
×