ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউকেআইপি নেতা নাইজেল ফারাজের পদত্যাগ

প্রকাশিত: ০৮:৫০, ৫ জুলাই ২০১৬

ইউকেআইপি নেতা  নাইজেল  ফারাজের  পদত্যাগ

জনকণ্ঠ ডেস্ক ॥ ব্রিটেনের ইউরোপ বিরোধী ডানপন্থী দল ইউকে ইন্ডিপেনডেন্স পার্টি (ইউকেআইপি) প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাইজেল ফারাজ। সোমবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ওয়েস্ট মিনস্টারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নাইজেল ফারাজ। তিনি যুক্তরাজ্যের ইইউ ত্যাগের পক্ষে প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। খবর বিবিসির। ফারাজ বলেন, ‘আমার রাজনীতির লক্ষ্য ছিল যুক্তরাজ্যকে ইইউ থেকে বের করে আনা। আমি মনে করি, আমার কাজ আমি করেছি। এর চেয়ে বেশি কিছু আমার করার নেই। ইউকেআইপির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর এটিই উপযুক্ত সময়।’ ফারাজ ২০১৫ সালের জাতীয় নির্বাচনে হেরে যাওয়ার পর একবার দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সেবার সমর্থকদের চাপের মুখে তিনি ফিরে আসেন। এবার আর কোনভাবেই সিদ্ধান্ত পরিবর্তন করবেন না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। ফারাজ বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আর আমার মতো পরিবর্তন করব না।’
×