ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গুলশান হামলায় নিহত আরেক জঙ্গীর বাড়ি বগুড়ার ধুনটে

প্রকাশিত: ০৮:২৪, ৫ জুলাই ২০১৬

গুলশান হামলায় নিহত আরেক জঙ্গীর বাড়ি বগুড়ার ধুনটে

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তরাঁয় জঙ্গী হামলার ঘটনায় নিহত আরেক জঙ্গীর পরিচয় পাওয়া গেছে। তার নাম শফিকুল ইসলাম উজ্জ্বল (২৫)। সে বগুড়ার ধুনটের গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলি গ্রামের গরিব কৃষক বদিউজ্জামানের ছেলে। সে ঢাকার আশুলিয়া মাদারি মাতব্বর কেজি স্কুলে শিক্ষকতা করত। গত বছর ডিসেম্বর মাসের পর থেকে তার সঙ্গে বাড়ির যোগাযোগ বিচ্ছিন্ন। এ নিয়ে ওই ঘটনায় বগুড়ার জঙ্গীর সংখ্যা দাঁড়াল দুইয়ে। আরেকজনের নাম খায়রুল ইসলাম পায়েল (২০)। তার বাড়ি শাজাহানপুর উপজেলার বৃকুষ্টিয়া গ্রামে। ধুনট থানার পুলিশ জানায়, গুলশানের জঙ্গী হামলার ঘটনার পর অভিযানে নিহত জঙ্গীদের ছবি পুলিশের কাছে পাঠানো হয়। তারই একটি ছবি সোমবার বিকেলে চিথুলিয়া গ্রামের কৃষক বদিউজ্জামান ও তার স্ত্রী গৃহবধূ আছিয়া খাতুনকে দেখালে তারা তাদের সন্তানকে শনাক্ত করেন। তাদের তিন ছেলের একজন শফিকুল ইসলাম। ঘটনার পর জঙ্গীদের যে তালিকা দেয়া হয় তার মধ্যে একজনের নাম আকাশ বলা হয়। শনাক্তের পর বোঝা গেল শফিকুল ইসলাম উজ্জ্বলের আরেক নাম আকাশ, যা জঙ্গী সংগঠনে ব্যবহার করত। এ বিষয়ে বগুড়ার পুলিশ সুপার জানান, বিষয়টি আরও যাচাই-বাছাইয়ের প্রয়োজন আছে। তবে বাবা-মা শনাক্ত করেছেন আপাতত এ পর্যন্তই তথ্য পাওয়া গেছে।
×