ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কালাচাঁদপুরে সেলুনের এসি বিস্ফোরণে দগ্ধ ১৪ ॥ গুরুতর দগ্ধ তিন

প্রকাশিত: ০৮:১০, ৫ জুলাই ২০১৬

কালাচাঁদপুরে সেলুনের এসি বিস্ফোরণে দগ্ধ ১৪ ॥  গুরুতর দগ্ধ  তিন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশানের একটি সেলুনে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরিত হয়ে ১৪ জন দগ্ধ হয়েছে। দগ্ধরা হচ্ছেন রুবেল (২০), আব্দুল হালিম (২৮), মঞ্জিল (২০), শাকিল আহমেদ (১৮), সেলিম (২৮), দেলোয়ার হোসেন (৩০), তুষার (২৫), আক্রাম হোসেন (১৪), খন্দকার জান্নাতুল ফেরদৌস (৩৫), মেহেদী মাহমুদ (৪৫), তার ছেলে রাফিন (৮) ও রাকিন (১০), মজিবুর রহমান (৪০) এবং মেহেদী মাসুদ (৩০)। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে তাদের দগ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। বার্ণ ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, দগ্ধদের মধ্যে মঞ্জিল, রাফিন ও দেলোয়ারের অবস্থা গুরুতর। তাদের শ্বাসনালী পুড়ে গেছে। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, গুলশান থানাধীন কালাচাঁদপুরের ১২ নম্বর গেটের শহীদ বীরপ্রতীক আনোয়ার সড়কে ‘ডি সোড হেয়ার কাটিং এ্যান্ড ড্রেসার’ নামের একটি সেলুনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে পথচারীসহ সেলুনে থাকা ১৪ জন দগ্ধ হন। ডিএমপির গুলশান জোনের এসি রফিকুল ইসলাম জানান, ওই সেলুনের এসিতে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এতে ১৪ জন দগ্ধ হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে গুলশানের ইউনাডেট হাসপাতালে ও পরে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। দগ্ধদের মধ্যে রুবেল সেলুন কর্মচারী। দগ্ধদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
×