ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেয়েকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদ করায় বাবাকে ছুরি মেরে হত্যা

প্রকাশিত: ০৮:১০, ৪ জুলাই ২০১৬

মেয়েকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদ করায় বাবাকে ছুরি  মেরে হত্যা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ৩ জুলাই ॥ দিয়াশলাইয়ের জ্বলন্ত কাঠির আগুন দিয়ে রূপগঞ্জে এক শিশুকন্যার শরীর ঝলসে দেয়ার প্রতিবাদ করায় তার পিতা রাজিব সূত্রধরকে (৩০) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার রাতে কাঞ্চন পৌরসভার চাঁন টেক্সটাইল মিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিব সূত্রধর ওই এলাকার সুনীল কুমার সূত্রধরের ছেলে। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১১টার দিকে চাঁন টেক্সটাইল মিল এলাকার সানাউল্লা মোল্লার ছেলে জহিরুল ইসলাম পার্শ্ববর্তী রাজিব সূত্রধরের বাড়ির সামনে একটি চেয়ারে বসে সিগারেট খাচ্ছিল। এ সময় রাজিবের তিন বছর বয়সী মেয়ে পিয়ান্তি খেলাচ্ছলে চেয়ারে ধাক্কা মেরে জহিরুল ইসলামকে ফেলে দেয়। জহিরুল ক্ষিপ্ত হয়ে দিয়াশলাইয়ের জ্বলন্ত কাঠি পিয়ান্তির শরীরে ছুড়ে মারে। এতে ওই শিশুর শরীরের কয়েক স্থান ঝলসে যায়। এর তীব্র প্রতিবাদ করেন পিয়ান্তির বাবা রাজিব। এ বিষয়ে স্থানীয় মাতব্বরদের কাছে বিচার দিলে ওই মাতব্বররা জহিরুল ইসলামকে চড়-থাপ্পড় মারেন। এর জের ধরে রবিবার রাত ৮টার দিকে জহিরুল ইসলাম ধারাল অস্ত্র দিয়ে রাজিবকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় রাজিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×