ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈদ আনন্দ বাড়াতে ফার্নিচার

প্রকাশিত: ০৬:২৬, ৪ জুলাই ২০১৬

ঈদ আনন্দ বাড়াতে  ফার্নিচার

কয়েক দিন বাদে সমগ্র মুসলিম বিশ্বের সামনে অপেক্ষা করছে পবিত্র ঈদ-উল-ফিতর। তাই তো ঈদকে সামনে রেখে ধর্মপ্রাণ মুসলমানদের উচ্ছ্বাস ও আগ্রহ অনেক। পবিত্র রমজানে একদিকে যেমন ধর্মের জন্য নিবেদিত প্রাণ অন্যদিকে বুকভরা উচ্ছ্বাস নিয়ে ঈদ আনন্দের অপেক্ষা। জীবিকার জন্য যেসব মানুষ সারা বছর বাড়ির বাইরে কর্মেব্যস্ত থাকেন। বছরর অন্য সময় ইচ্ছা থাকা সত্ত্বেও পরিবারের সকলের সঙ্গে এক হতে পারে না তাদের প্রাই সকলেই ঈদকে উপলক্ষ করে ছোটেন নাড়ির টানে। সামর্থ্য অনুযায়ী জোগার করেন ঈদ উৎসবের সরঞ্জাম। নিজের সংসার বা পরিবারের সদস্যদের জন্য শখের কিংবা দরকারি জিনিসপত্র কেনার উপলক্ষ হলো এই ধর্মীয় উৎসব। বাস্তবিক অর্থে ঘটেও তাই। কেনাকাটার সবক্ষেত্রে এখন মহোৎসব চলছে। বছরের অন্যধর্মীয় উৎসবে এই স্বতঃস্ফূর্ততা দেখা যায় না। ঈদে পরিবারের সব সদস্যের জন্য পছন্দের নতুন পোশাক মুখ্য বিষয় হলেও কোন কোন পরিবারে কিন্তু পোশাক আশাকের পাশাপাশি আবদার থাকে সংসারে প্রয়োজনীয় জিনিস পত্রের। রাজধানীসহ দেশের অন্যান্য শহরগুলোতে এখন ঈদ কেনাকাটার ধুম চলছে। বিভিন্ন বয়েসের বাহারি পোশাক থেকে শুরু করে ড্রয়িংরুমের টি টেবিল কোন কিছুই বাদ যাচ্ছে না কেনা কাটার এই উৎসবে। সুলতানা তাহসিন সুমি বিয়ে করেছেন দুই বছর। বিয়ের প্রথম বছর সঙ্কোচের কারণে কোন কিছু আবদার করতে পারেনি স্বামী ওবায়েদুলের কাছে। কিন্তু এ বছর আর সঙ্কোচ নয় স্বামীকে জানিয়েছে নতুন শাড়ির পাশাপাশি একটা অটবির ড্রেসিং টেবিল তার চাই। স্বামী ওবায়েদুল ও স্ত্রীর এ আবদারে সায় দেয়। সুমি ও ওবায়েদুলের মতো অনেক দম্পতি ঈদে শাড়ি-কাপড় কেনাকাটার পাশাপাশি সংসারের প্রয়োজনীয় কিংবা শখের সৌখিন আসবাবপত্র কিনছেন। আর এ সুযোগে দেশের ফার্নিচার প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো ফার্নিচার বিক্রর জন্য বিভিন্ন অফার বা ছাড়ের সুযোগ দিচ্ছেন। অটবি, হাতিল, পার্টেক্স, আখতার, নাদিয়া, বেঙ্গল ফার্নিচারসহ আরও অনেক ফার্নিচার বিক্রির সো-রুমগুলোতে এখন বিক্রির পরিমাণও বেশ। অটবিতে এখন গোল্ড কয়েন অফার চলছে। অর্থাৎ পনেরো হাজার টাকার ফার্নিচার কিনলে গোল্ড কয়েক জেতার সুযোগ থাকছে। ঈদ উপলক্ষে এই অফার চলবে চাঁদ রাত পর্যন্ত। এ ছাড়া অটবির খাট, সোফা-সেট টি টেবিল, ড্রেসিং টেবিল, আলমিরা ভিন্ন দামে বিক্রি হয়। ১৩ হাজার থেকে শুরু করে ১ লাখ ৫৫ হাজার ৫০০ টাকার মধ্যে বিভিন্ন সাইজ ও ‘নকশার খাট বিক্রি হচ্ছে। পাশাপাশি ড্রেসিং টেবিল টি টেবিল ৫ হাজার থেকে ৭৬ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আলমিরা ৩৫ হাজার থেকে ১ লাখ ৭০ হাজার টাকার মধ্যে বিভিন্ন সাইজের আলমিরা বিক্রি হচ্ছে। পাশাপাশি ফার্নিচারে আর এক প্রস্তুতকারী প্রতিষ্ঠান পার্টেক্স ফার্নিচার ঈদ উপলক্ষে ৩৫% ছাড়সহ ব্লাস্ট অফার চালু করছে, চলবে চাঁদ রাত পর্যন্ত। নির্দিষ্ট ফার্নিচারে এ মূল্য ছাড়ের সুযোগ রয়েছে। হাতিল আখতার ফার্নিচার ও ঈদ উপলক্ষে ফ্ল্যাট ডিস্কাউট দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছে। ঈদ মুসলমান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলে ও প্রকৃতপক্ষে এ উৎসবকে কেন্দ্র করে আমাদের দেশের অন্য ধর্মানুসারীরাও উৎসবের এই কেনাকাটায় থেকে যান না। যাপিত ডেস্ক
×