ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুলশান ট্র্যাজেডি, নিহতদের স্মরণ করল উয়েফা

শোক ইতালিয়ান ফুটবলারদের

প্রকাশিত: ০৫:৪১, ৪ জুলাই ২০১৬

শোক ইতালিয়ান ফুটবলারদের

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তরাঁয় শুক্রবারের অপ্রত্যাশিত সন্ত্রাসী হামলার শোক ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। শোকে স্তব্ধ খেলার দুনিয়াও। ন্যাক্কারজনক ওই ঘটনায় বিদেশীদের মধ্যে সবচেয়ে বেশি ৯ জন নিহত হয়েছে ইতালির নাগরিক। শনিবার রাতে জার্মানির বিপক্ষে ইউরো ফুটবলের কোয়ার্টার ফাইনালে তাই নিহতদের স্মরণ করেন ইতালির ফুটবলাররা। শুধু ইতালির ফুটবলাররাই নন, জার্মান ফুটবলার এবং মাঠে উপস্থিত প্রায় ৪০ হাজার দর্শকও শোক প্রকাশ করেন। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার সিদ্ধান্তে এই শোক প্রকাশ করা হয়। ইতালি-জার্মানি ম্যাচের আগে নিহত ব্যক্তিদের স্মরণে দু’দলের ফুটবলাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। স্টেডিয়ামের দর্শকরাও স্মরণ করেন ঢাকার স্মরণকালের ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের। দাঁড়িয়ে থেকে এক মিনিট করতালি দিয়ে এই শ্রদ্ধা জানানো হয়। ম্যাচের আগেই সিদ্ধান্ত হয় ইতালির ফুটবলাররা কার্লো আর্মব্যান্ড পরে খেলবেন। মাঠের লড়াইয়ে সেটাই দেখা যায়। নিজেদের ডান হাতে কালো ব্যান্ড পরে খেলেন বুফন, বোনুচ্চি, পেল্লে, চিয়েল্লিনি, বারজাগলিরা। সন্ত্রাসীদের হামলায় এই ঘটনায় নিহত হন ইতালি, জাপান, ভারত, বাংলাদেশী নাগরিকসহ ২০ জন। ইউরোর শেষ আটে মাঠে নামার আগেই নিজেদের ৯ নাগরিকের মৃত্যুতে শোক প্রকাশের জন্য ম্যাচে কালো ব্যান্ড পরার সিদ্ধান্ত নেয় ইতালি। শোককে শক্তিতে পরিণত করেই খেলতে নেমেছিলেন এ্যান্টোনিও কন্টের ছেলেরা। কিন্তু নিয়তির নির্মম পরিহাস! রুদ্ধশ্বাস টাইব্রেকারে জার্মানির কাছে হেরে কান্না সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে ইতালির ফুটবলারদের। পেশাদার ফুটবল লীগ
×