ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাইজিরিয়ায় সিয়েরা লিওনের কূটনৈতিক অপহৃত

প্রকাশিত: ০৪:১৯, ৪ জুলাই ২০১৬

নাইজিরিয়ায় সিয়েরা লিওনের কূটনৈতিক অপহৃত

নাইজিরিয়ায় নিযুক্ত সিয়েরা লিয়নের ডেপুটি হাই কমিশনারকে অপহরণ করা হয়েছে। পশ্চিম আফ্রিকার দেশটিতে ৫০ বছরের বেশি সময় পর এই প্রথমবারের মতো এই দেশটির কোন কূটনৈতিককে অপহরণ করা হলো। আলফ্রেড নেলসন উইলিয়ামসকে নাইজিরিয়ার রাজধানী আবুজার উত্তরাঞ্চলীয় একটি রাস্তা থেকে অপহরণ করা হয়। এ সময় তিনি কাদুনায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। খবর এএফপির। কাদুনা শহরটি আবুজা থেকে প্রায় ২শ’ কিলোমিটার দূরে অবস্থিত। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা বলেন, কিভাবে এই অপহরণের ঘটনা ঘটল তা উদ্ঘাটনে তদন্ত চলছে। কাদুনা রাজ্যের নিরাপত্তা কর্মকর্তা ইউসুফ ইয়াকুবু সোজা জানান, অপহরণের সময় তার সঙ্গে নিরাপত্তা রক্ষী ছিল কিনা এবং তাদের কি হয়েছে তা আমরা জানার চেষ্টা করছি। সিয়েরা লিওনের তথ্যমন্ত্রী মোহাম্মেদ বাংগুরা বলেন, সরকার নেলসন উইলিয়ামের মুক্তির জন্য নাইজিরিয়ার কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে যাচ্ছে।
×