ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইংল্যান্ডের কোচ হতে চান সোলারি

প্রকাশিত: ০৭:০২, ৩ জুলাই ২০১৬

ইংল্যান্ডের কোচ হতে  চান সোলারি

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন লুইস ফিলিপ সোলারি। ব্রাজিলের তারকা কোচ এক সাক্ষাতকারে বৃহস্পতিবার জানিয়েছেন এই অভিব্যক্তি। ইউরো চ্যাম্পিয়নশিপে আইসল্যান্ডের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে ইংল্যান্ড। ম্যাচটির পরপরই পদত্যাগের ঘোষণা দেন রয় হডসন। স্বাভাবিকভাবেই এখন আলোচনা চলছে, কে হচ্ছেন ইংল্যান্ডের পরবর্তী কোচ। এই সময়ে ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জেতানো কোচ সোলারি আগ্রহ প্রকাশ করেছেন। এর আগে ২০০৬ সালে পর্তুগালের দায়িত্বে থাকা অবস্থায় ইংল্যান্ডের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন ৬৭ বছর বয়সী সোলারি। কিন্তু তখন প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন। এবার নিজ থেকে ইংলিশদের কোচ হওয়ার ইচ্ছার কথা জানালেন। সম্প্রতি বছরগুলোতে সোলারির সময়টা মোটেও ভাল যাচ্ছে না। ২০০৮ সালের জুলাইয়ে চেলসির কোচ হওয়ার ছয় মাস পরই বরখাস্ত হয়েছিলেন। বর্তমানে তিনি চীনা ক্লাব গুয়াংজু এভারগ্রান্ডের কোচের দায়িত্বে আছেন। এক সাক্ষাতকারে সোলারি বলেন, আমি গুয়াংজুর কোচ এবং এখানে আমি আমার কাজের দিকেই মনোযোগ দিচ্ছি। কিন্তু বিশ্ব ফুটবলে ইংল্যান্ডের কোচ হওয়ার গুরুত্বটা আমি বুঝি। ইংলিশ ফুটবলের প্রতি আমার ভালবাসা আছে।
×