ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাটির প্রাসাদে স্বপ্ন সার্থক

প্রকাশিত: ০৫:৫০, ৩ জুলাই ২০১৬

মাটির প্রাসাদে  স্বপ্ন সার্থক

নিজের একটি স্বপ্নের বাড়ির আশা রাখেন প্রত্যেকেই। আর সে স্বপ্নকে সত্যি করার জন্য অনেকে সারাটা জীবন উৎসর্গ করেন। ঠিক যেমন চীনের জিংপিংয়ের জিংজি গ্রামের এক নারী করেছেন। তার স্বপ্ন ছিল নিজের একটি চীনা মাটির বাড়ি তৈরি করা। জীবনের শেষ প্রান্তে এসে ৮৬ বছর বয়সে সেই স্বপ্ন সত্যি করেছেন তিনি। ছয় মিলিয়ন ইয়ান খরচ করে তৈরি করেছেন চীনা মাটির প্রাসাদ। ইইউ নামের ওই মহিলা জানিয়েছেন, তার প্রাসাদের তিনটি ভাগ রয়েছে, যার প্রতিটি ৪০০ বর্গফুটের। প্রথম ভাগে রয়েছে নীল ও সাদা সিরামিক্সের সংমিশ্রণ, দ্বিতীয় ভাগে রয়েছে লাল চীনা মাটি ও তৃতীয় ভাগে আছে সিরামিক্স ও চীনা মাটির সংমিশ্রণ। জানা গিয়েছে, যখন তার বয়স ১২ বছর তখন একটি সিরামিক্স কারখানায় কাজ করতেন ইইউ। সেখানেই তিনি শিখেছিলেন কেমন করে চীনা মাটির আর্ট বানানো যায়। তিনি জানিয়েছেন এখনও পর্যন্ত প্রায় ষাট হাজার চিনা মাটির সরঞ্জম একত্রিত করেছেন। ইইউয়কে কাছ থেকে তার এই চিনা মাটির প্রাসাদ তৈরির কারণ জানতে চাইলে তিনি জানিয়েছেন যে, এক সময় তিনি দেশটির তাইজিন শহরে ঘুরতে গিয়েছিলেন। সেখানেই প্রথম দেখতে পেয়েছিলেন একটি পোরসেলিনের বাড়ি। তখনই তিনি স্থির করেন একদিন একই রকমের বাড়ি তৈরি করবেন তিনি। সেই স্বপ্নই সত্যি হয় গত বছরের শেষের দিকে। সূত্র : ওয়েবসাইট
×