ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শাকিবের বিপরীতে প্রকৃতি

প্রকাশিত: ০৪:২৪, ৩ জুলাই ২০১৬

শাকিবের বিপরীতে প্রকৃতি

স্টাফ রিপোর্টার ॥ চলচ্চিত্রের বর্তমান সময়ে শাকিব রাজত্ব চলছে। এবার এই শীর্ষ নায়কের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন নবাগত চিত্রনায়িকা প্রকৃতি। রাজু চৌধুরীর ‘শুটার’ চলচ্চিত্রে তিনি শাকিব খানের বিপরীতে কাজ করবেন। সম্প্রতি তাদের চুক্তি স্বাক্ষরিত হয়। নবাগত নায়িকা প্রকৃতি প্রসঙ্গে পরিচালক রাজু চৌধুরী বলেন, প্রকৃতি নতুন একজন শিল্পী। তবে তার সঙ্গে কথা বলে মনে হয়েছে ভাল করবে। শিক্ষিত মেয়ে তাই খুব সহজেই চলচ্চিত্রে তার চরিত্রটি ধরতে পেরেছে। তাছাড়া ওর সঙ্গে আমার গল্পের চরিত্রটি বেশ মানানসই। ‘শুটার’ চলচ্চিত্রে প্রকৃতিকে একজন মর্ডান ডেসপারেট চরিত্রে দেখা যাবে। যে সব সময় রাফ এ্যান্ড টাফ। কোমরে পিস্তুল নিয়ে চলাফেরা করে। শাকিব খানকে খুব পছন্দ করে। তাকে প্রেমে ফেলার চেষ্টা করে। বাকিটা দর্শক চলচ্চিত্রটি দেখলে বুঝতে পারবেন। শুধু এটুকু বলব আমার এই চলচ্চিত্রটি একটি মাল্টি কার্স্টিং চলচ্চিত্র। শাকিবের বিপরীতে অভিনয় প্রসঙ্গে প্রকৃতি বলেন, এই মুহূর্তে চলচ্চিত্রে শাকিব খান অপ্রতিদ্বন্দ্বী একজন নায়ক। তার কোআর্টিস হিসেবে কাজ করা যে কোন নতুন শিল্পীর জন্যই স্বপ্ন। কারণ শাকিব খান পরীক্ষিত এবং দর্শক গ্রহণযোগ্য এক অভিনেতা। তার সঙ্গে কাজ করে অনেক কিছু শেখার আছে। এই প্রথমবারের মতো ‘শুটার’ চলচ্চিত্র দিয়ে শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছি। এটা আমার জন্য অনেক সৌভাগ্যের। তাছাড়া এতে আমার চরিত্রটি ভিন্ন ধাঁচের। এখানে নিজেকে আত্মপ্রকাশ করার অনেক সুযোগ আছে। আমি চেষ্টা করব আমার মেধার সম্পূর্ণটা উজাড় করে দিতে। আশা করছি এই চলচ্চিত্রটি ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হবে। সেজন্য প্রযোজক ও পরিচালক স্যারকে বিশেষ ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন। এম কে জামানের ‘তুমি তুমি সারাক্ষণ’ চলচ্চিত্র দিয়ে রূপালী পর্দায় নায়িকা হিসেবে প্রকৃতির অভিষেক হয়। প্রথম চলচ্চিত্রের কাজ শেষ না হতেই নন্দিত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘বাস্পস্নান’ চলচ্চিত্রের কাজ ইতোমধ্যে শেষ করেছেন। এরই মধ্যে আরও দুটি চলচ্চিত্রের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন প্রকৃতি। দেওয়ান নাজমুল পরিচালিত ‘রাত ১২টার পর’ এবং রাজু চৌধুরী পরিচালিত ‘শুটার’। ঈদের পরপরই শাকিব খানের বিপরীতে ‘শুটার’ চলচ্চিত্রের শূটিং শুরু করবেন তিনি। পাশাপাশি আরও কয়েকটি চলচ্চিত্রে কাজের বিষয়ে কথাবার্তা হচ্ছে। বগুড়ার মেয়ে প্রকৃতির আশৈশব স্বপ্ন চলচ্চিত্রের নায়িকা হিসেবে নেজেকে প্রতিষ্ঠিত করা। সেই হিসেবে ছোটবেলা থেকেই নিজেকে প্রস্তুত করেছেন। নিজেকে তৈরি করছেন সবার থেকেই একটু আলাদাভাবে। আর তাই তো চলচ্চিত্রে নিজেকে আত্মপ্রকাশ করার আগেই নিজেকে পরিপূর্ণভাবে প্রস্তুত করেছেন অভিনয়, নাচ, গান, বাচন-ভঙ্গীতে। সর্বত্র নিজেকে সমৃদ্ধ করেছেন। এরই মধ্যে হাঁটি হাঁটি পা পা করে চলচ্চিত্রের মধ্যে একটা অবস্থান তৈরি করে নিয়েছেন। জীবনের প্রতিটি পদক্ষেপে সেরার জায়গাটি অর্জন করার প্রত্যয় এগিয়ে চলা প্রকৃতি নিজেকে চলচ্চিত্রে উচ্চতার শেখড়ে নিয়ে যেতে চান। স্বপ্ন দেখেন এক সময় ঢালিউড রাজত্ব করার।
×