ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

একাধিক চ্যানেলে ফ্রেশ ঈদ উৎসব

প্রকাশিত: ০৪:২৩, ৩ জুলাই ২০১৬

একাধিক চ্যানেলে ফ্রেশ ঈদ উৎসব

স্টাফ রিপোর্টার ॥ চলচ্চিত্র, নাটক ও গানের বিশেষ আয়োজন নিয়ে ফ্রেশ ঈদ উৎসবের অনুষ্ঠানমালা প্রচারিত হবে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে। নাটকের মূল আকর্ষণ জনপ্রিয় তারকা মোশাররফ করিম। থাকবে সঙ্গীতানুষ্ঠান ও শিশুদের নিয়ে নানা আয়োজন। সংশ্লিষ্টরা জানান, বাংলাভিশনে ঈদের ছয় দিন সন্ধ্যা ৬-২৫ মিনিট থেকে ৭-৩৫ মিনিট পর্যন্ত প্রতিদিন প্রচার হবে মোশাররফ করিম, মোনালিসা, জেনি এবং মারজুক রাসেল অভিনীত ৬ পর্বের সিরিয়াল ‘এ্যাভারেজ আসলাম’। এশিয়ান টিভিতে ঈদের ৭ দিনব্যাপী সন্ধ্যা ৬-৫০ মিনিট থেকে ৭-২০ মিনিট পর্যন্ত প্রচার হবে চঞ্চল চৌধুরী, মিশু সাব্বির ও মেহজাবিন অভিনীত ৭ পর্বের ড্রামা সিরিয়াল ‘ইজম্্ আনলিমিটেড’। ঈদের দিন থেকে ৭ দিনব্যাপী এশিয়ান টিভিতে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত প্রচার হবে নাটক ‘টমেটো কেচাপ’। এতে অভিনয় করেছেন তৌসিফ, তাসনিভা এলভিন ও এলেন শুভ্র। ঈদের ৭ দিনব্যাপী ইটিভিতে রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত ৭টি নাটক প্রচার হবে। মজার মজার গল্প নিয়ে সাজানো এই নাটকগুলোতে অভিনয় করেছেন অপূর্ব, শ্রাবণ্য, ঊর্মিলা, তৌসিফ, সাফা কবির, ঝুমুর, সজল, অনিশা, মম, শ্যামল মাওলা এবং মৌসুমি হামিদ। বৈশাখী টিভিতে ঈদের দিন থেকে ৬ দিনব্যাপী রাত ৮-৪০ মিনিট থেকে সোয়া ৯টা পর্যন্ত প্রচার হবে ‘কিড সোলাইমান’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং মোনালিসা। ঈদের দিন থেকে ৭ দিনব্যাপী ৭টি নাটক প্রচার হবে আরটিভিতে রাত ৮-৪০ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত। নাটকগুলোতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মম, সালাউদ্দিন লাভলু, সাবিলা নুর, জুই, জাহিদ হাসান, অপর্ণা, রিয়াজ, মৌ, তিশা, প্রশুন আজাদ, বাধন, হাসান জাহাঙ্গিরসহ অনেকে। ৬ পর্বের ড্রামা সিরিয়াল ‘হার্টবিট’ মাছরাঙ্গা টিভিতে প্রচার হবে ঈদের দিন রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত। এতে অভিনয় করেছেন তিশা, নিশো এবং শিমুলসহ অনেকে। জিটিভিতে মোশাররফ করিমকে কেন্দ্র করে আসছে ভিন্নধর্মী কমেডি ফেস্ট। বিরতিহীন এই নাটকটি প্রচার হবে ঈদের ৭ দিনব্যাপী রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। মোশাররফ করিমের সঙ্গে এই নাটকগুলোতে অভিনয় করেছেন ইরেশ জাকের, তারিক আনাম খান, সানজিদা প্রীতি, শামিম জামান, সামিয়া, ফারহানা মিলি, অপর্ণা, শহিদুল ইসলাম সাচ্চু এবং সাজু খাদেম। এছাড়া, জিটিভিতে সকাল ৯ টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শিশুদের জন্য থাকছে ‘কিডস সিনে ফেস্ট’, যা ঈদের সাত দিন পর্যন্ত একই সময়ে প্রচার হবে।
×