ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ২৭৫ মে.ওয়াট তাপ বিদ্যুত প্রকল্প দ্রুত সমাপ্তির পথে

প্রকাশিত: ২৩:৩৬, ২ জুলাই ২০১৬

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ২৭৫ মে.ওয়াট তাপ বিদ্যুত প্রকল্প দ্রুত সমাপ্তির  পথে

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ॥ দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া ২৫০ মে.ওয়াট তাপ বিদ্যুত কেন্দ্রের চত্বরে আরেকটি ২৭৫ মে.ওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুত কেন্দ্রের নির্মান কাজ দ্রুততার সাথে এগিয়ে চলেছে । এ কাজটি বিদ্যুত সেক্টরে সাফল্যের আরেক ধাপ অগ্রগতি হিসেবে বিবেচিত । প্রকল্প সূত্রমতে চুক্তি অনুযায়ী ২ থেকে আড়াইশ চীনা প্রকৌশলী টেকনিশিয়ান ও দক্ষ কর্মিরা কর্মরত রয়েছে । বিদেশ থেকে আমদানীকৃত ৯০ ভাগ ইকুপমেন্ট (যন্ত্রপাতি ) প্রকল্প সাইটে এসে পৌচেছে। ইতোমধ্যে শেষ হয়েছে মাটির নীচের যাবতীয় কাজ। এখন চলছে উপরের মেইন ও বয়লার বিল্ডিংয়ের স্টীম স্টাকচারের কাজ। আজ শনিবার সকালে প্রকল্প এলাকায় গেলে প্রকল্প পরিচালক চৌধুরী নূরুউজ্জামান জানান ২০১৮ সালের জুলাই নির্ধারিত সময়ের ৬ মাস আগেই যাতে প্রকল্পের কাজ শেষ করা যায় সে লক্ষ্যে বিদেশী প্রকৌশলী , বিশেষজ্ঞ ও কর্মিদের টীমভূক্ত করে কাজ করছেন । তার কাজের টার্গেট সফল হবে বলে তিনি আশাবাদী।
×